দিন যত ঘনিয়ে আসছে, ততই আলোচনা বাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। বিশেষ করে, পাকিস্তানের মাটিতে ভারতের আসা-না আসা নিয়ে আলোচনা দীর্ঘ হচ্ছে বেশ কিছুদিন ধরে। ভারতের পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। এ নিয়ে বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে বিসিসিআইয়ের কাছে স্পষ্ট জবাব চেয়ে থাকে পিসিবি। এরই মাঝে গুঞ্জন উঠেছে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হতে পারে ‘হাইব্রিড’ মডেলে। তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সাফ জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো হাইব্রিড মডেল মেনে নেবে না পাকিস্তান।
২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তিতে শ্রীলঙ্কার সঙ্গে মিলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হন তারা। ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। তবে দুই দেশে ক্রিকেটারদের যাতায়াতের ধকলের কারণে এই পদ্ধতি নিয়ে সমালোচনাও কম হয়নি।
বিজ্ঞাপন
২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানে যেতে আপত্তি ভারতের। পাকিস্তানের তরফ থেকে বারবার নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হলেও রাজি করানো যায়নি ভারতকে। এতে অনেকেই ধারণা করছেন, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কার সঙ্গে মিলে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।
নাকভি সম্প্রতি পরিষ্কার করে অবশ্য বলছেন, পাকিস্তানের মাটিতেই খেলতে হবে ভারতকে, ‘কয়েক মাস ধরেই ভারতীয় মিডিয়া বলছে, ভারত পাকিস্তানের মাটিতে খেলবে না। আমি পিসিবির সবার সাথেই আলোচনা করেছি। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা এরকম প্রস্তাব মেনেও নেব না। ভারত আমাদের কাছে এরকম কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও দেয়নি।’
ভারতকে পাকিস্তানের মাটিতে আসতেই হবে বলে জানিয়ে নাকভি বলেন, ‘পাকিস্তান সবসময়ই ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে। আমরা সেখানে বিশ্বকাপও খেলতে গিয়েছিলাম। ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখা উচিত। দুই দেশের মাঝে সম্পর্ক ভালো নাই হতে পারে, কিন্তু এটার প্রভাব খেলাধুলায় আসা উচিত নয়। প্রায় সব দেশের ক্রিকের বোর্ডই চায় চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে হোক। আমরা সফরকারী সব দল ও সমর্থকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা ও নিরাপত্তা দিতে প্রস্তুত।’
এদিকে পাকিস্তান হাইব্রিড মডেলে খেলতে অস্বীকার করায়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বিসিসিআই সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআই সূত্রে বলে, ‘আমাদের অবস্থান যা ছিল তাই। আর এটি পরিবর্তন করার কোন কারণ নেই। এ ব্যাপারে আমরা পিসিবিকে চিঠি দিয়েছি। আমাদের ম্যাচগুলি দুবাইতে স্থানান্তরের জন্য অনুরোধ করেছি।’
বিজ্ঞাপন
এছারা ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর, আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বলে দিয়েছে যে ভারত সরকার পাকিস্তানে দল পাঠাবে না।
ভারতের এমন সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন করে ভাবতে হবে। হাইব্রিড মডেলের বিষয়টিও উঠে আসবে। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, হাইব্রিড মডেল হিসেবে ভারত দুবাইয়ের নাম প্রস্তাব করেছে। এর আগে এশিয়া কাপে হাইব্রিড মডেল হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তো সেই মডেলই অনুসরণ করা হবে।