চোটের কারণ দেখিয়ে অক্টোবরের আন্তর্জাতিক বিরতির সময়ে ফ্রান্স দলে ছিলেন না রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এবার নভেম্বরে নেশন্স লিগের দুই ম্যাচের জন্য তাকে ছাড়াই দল ঘোষণা করেছে ফ্রান্স। তবে রিয়াল তারকা কিলিয়ানের না থাকা নিয়ে এবার তৈরি হয়ে রহস্য। সেই রহস্য আরও জোরালো করেন ফরাসি সাংবাদিক রোমান মলিনার এক মন্তব্যকে ঘিরে। ইউরোপীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, ফ্রান্সের হয়ে আর মাঠে নামতে চান না এমবাপে।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) উয়েফা নেশনস লিগে ইসরাইল ও ইতালির বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশম। যেখানে ঠাঁই হয়নি এমবাপের। এদিকে দল থেকে বাদ পড়ায় লেসব্লুস সমর্থকরা ধারণা করছে, দেশম ও এমবাপের মধ্যে সম্পর্কের টানাপড়েনের কারণেই তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
ফরাসি সাংবাদিক রোমান মলিনার মতে, দেশমের সঙ্গে সম্পর্কের অবনতির জেরেই এমবাপের ফ্রান্সের হয়ে খেলার ইচ্ছা কমে গেছে। মলিনা এই সম্পর্ককে 'খিটখিটে' বলে বর্ণনা করেছেন। দেশমও সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই সম্পর্কের টানাপড়েনের ইঙ্গিত দেন।
ইসরাইল ও ইতালির বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণার পর তিনি বলেন, 'আমি তার সঙ্গে আলোচনা করেছি। (তাকে না নেওয়ার) সিদ্ধান্তটি শুধু এই ব্লকের (মাসের) ম্যাচের জন্যই নিয়েছি। সে আসতে চেয়েছিল।'
এদিকে এমবাপের মা এবং তার এজেন্ট ফাইজা লামারি ফরাসি মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, গণমাধ্যম এমবাপেকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে এবং তার সম্মানহানি করছে। লামারি একে ‘আমরা বনাম বিশ্ব’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন।