চলতি বছর খুব বেশি ওয়ানডে ফরম্যাটে মাঠে নামেনি বাংলাদেশ। সবশেষ ঘরের মাটিতে গেল মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল। ঐ সিরিজের পর কেটে গেছে আট মাস। এর মধ্যে শুধু টি- টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটেই খেলেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে ফের ওয়ানডে সংস্করণে ফিরছে শান্তরা।
তবে এই সিরিজে দলের সঙ্গে থেকেও ভিসা জটিলতার কারণে দলের বাকি সদস্যদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। তাদেরকে ছাড়াই শারজায় আজ আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। দল যখন খেলছে এরই মাঝে নাসুম ও রানাকে নিয়ে সুখবর পেল টাইগাররা।
বিজ্ঞাপন
আজ ভিসা জটিলতা কেটেছে তাদের, ফলে আগামীকাল বৃহস্পতিবারই দুবাইয়ের বিমান ধরবেন দুজনে। বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন দেশের একটি গণমাধ্যমকে। আগামীকাল সকাল ১০টার ফ্লাইটে দুজন উড়াল দেবেন মরুর দেশে।
এর আগে প্রথম দফায় শনিবার (০২ নভেম্বর) ৯ জনের একটি দল শনিবার দেশ ছাড়ে, চার জন পরের দিনে রওনা হন। কিন্তু নির্ধারিত সময়ে আমিরাতের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে দেশটিতে যেতে পারেননি নাসুম-রানা। ফলে তাদের ছাড়াই ১৩ জনের দল থেকে একাদশ গড়তে হয়েছে টাইগারদের।
নাসুম ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার দলে ডাক পান। আর এই প্রথম ওয়ানডে দলে নাহিদ। সিরিজের বাকি দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।

