গত ৩১ অক্টোবর শেষ হয়েছে আইপিএলের রিটেনশন প্রক্রিয়া। এবার পালা মেগা নিলামের। আগামী আসরের আগেই অনুষ্ঠিত হবে টানটান উত্তেজনাপূর্ণ মেগা নিলাম। চলতি মাসেই সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহ জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। চলতি নভেম্বর মাসের শেষে দুদিন ধরে চলবে এই মহা নিলাম। সেখান থেকে দল বাছাই করবেন ১০টি ফ্রাঞ্জাইজির মালিক এবং কর্মকর্তারা।
আইপিএল ২০২৫ এর আগে নিলামের জন্য খেলোয়াড় নিবন্ধন আনুষ্ঠানিকভাবে ৪ নভেম্বর, ২০২৪ তারিখে শেষ হয়েছে, যেখানে মোট ১,৫৭৪ জন খেলোয়াড় (১,১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি) নিবন্ধন করেছেন। হযোগী দেশ থেকে আছেন ৩০ জন। বাংলাদেশ থেকে আছেন ১৩ ক্রিকেটার।
বিজ্ঞাপন
জানা গেছে আইপিএলের নিলামের জন্য বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, তাসকিন ও সাকিব ছাড়া বাকি ১০ জনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের, ২ কোটি রুপি। অন্যদিকে সাকিব ও তাসকিনের ভিত্তিমূল্য এক কোটি রুপি।
সাকিব, মোস্তাফিজ ও লিটন আইপিএলে আগেও খেলেছেন। বাকি ১০ ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে সেটি হবে তার প্রথম আইপিএল। শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। ২৯ বছর বয়সী শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
যদিও নিলামের সংক্ষিপ্ত তালিকা আরও ছোট করবে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ১৩ ক্রিকেটারের কতজন থাকেন, সেটাই দেখার। কয়েকদিনের মধ্যেই ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশের কথা রয়েছে আইপিএলের আয়োজকদের।

