রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

আফগানদের শক্তি নয়, নিজেদের শক্তি নিয়ে ভাবছে টাইগাররা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

jakir hasan bcb cricket bd

চলতি বছর খুব বেশি ওয়ানডে ফরম্যাটে মাঠে নামেনি বাংলাদেশ। সবশেষ ঘরের মাটিতে গেল মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল। ঐ সিরিজের পর কেটে গেছে আট মাস। এর মধ্যে শুধু টি- টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটেই খেলেছে টাইগাররা।

এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে ফের ওয়ানডে সংস্করণে ফিরছে শান্তরা। আর এ সিরিজ দিয়েই আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আবহে ঢুকবে দল। এ সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হন জাকির হাসান।


বিজ্ঞাপন


টপ অর্ডার ব্যাটারদের কোনো ম্যাচেই ভালো সূচনা এনে দিতে পারছেন না সম্প্রতি। এরমধ্যেই আরও একটি সিরিজের সামনে। ব্যাটারদের ব্যর্থতা নিয়ে জাকির বলেন, ‘এটা সত্যি যে আমরা ভালো শুরু দিতে পারছি না। টেস্টে যেমন কয়েকটা ম্যাচেই আমরা ওপেনাররা ভালো করতে পারি নাই। এজন্য আমরা ভুগেছি। অ্যাট দ্যা সেইম টাইম ওটা নিয়ে পরে থাকলে হবে না। যেহেতু খুব দ্রুত সিরিজগুলো আসছে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘পরের সিরিজে আমরা সবাই চেষ্টা করছি ভুলগুলো কোথায় তা খুঁজে বের করার। সেগুলো কাটিয়ে উঠে প্রতি সিরিজে ওপেনিংয়ে বা টপঅর্ডার থেকে একটু জুটি দলকে দেওয়ার চেষ্টা থাকবে যেন মিডলঅর্ডারদের জন্য আরও সহজ হয়।’

সম্প্রতি ফর্ম বিবেচনায় বাংলাদেশের থেকে বেশ এগিয়ে আফগানরা। তবে তা নিয়ে ভাবছেন না বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই ভালো। এটা ঠিক ওরা বোলিংয়ে অনেক উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কী শক্তি আছে ওটা নিয়ে চিন্তা করার চেয়ে আমাদের শক্তির জায়গা কোনটা তা নিয়ে ভাবা ভালো। আমরা যেভাবে ভালো খেলতে পারব ওই শক্তি নিয়েই কাজ করবো।’

ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে চন্ডিকা হাথুরুসিংহেকে ছাটাই করে বিসিবি। সেই জায়গায় আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত বাংলাদেশের কোচ হয়ে আসেন ফিল সিমন্স। তাকে নিয়ে জাকির বলেন, ‘উনি খুব কম সময় নিয়ে এসেছেন। এখনও ক্রিকেটারদের দেখছেন। ম্যাচের মধ্যে খুব ছোট ছোট তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। আশাকরি সামনে আরও বিস্তারিত উনার কাছ থেকে জানতে পারব। যেহেতু আরেকটি সিরিজ সামনে এসেছে। এখন অনেকটা সময় পাচ্ছি, উনিও আমাদের অনেকটা চিনেছেন। তো আমাদের জন্য আরও সহজ হবে সামনে।’


বিজ্ঞাপন


আফগানিস্তান সিরিজে ভালো কিছুর আশা নিয়ে জাকির বলেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি শারজাহর উইকেট খুব ভালো হয়। আশাকরি খুব ভালো একটা ম্যাচ হবে। ব্যক্তিগত ভাবে যদি বলেন তাহলে আমি চেষ্টা করবো যে ম্যাচেই খেলি ভালো করার। আর দল হিসেবে বললে আমরা চেষ্টা করবো ম্যাচ বাই ম্যাচ ধরে ভালো করার।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর