রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

চলতি মাসে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড দল, সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

bangladesh ireland match mirpur

সাত মাস পর ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে  তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার সিরিজের সূচি প্রকাশ করেছে।

আগামী ২৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে ফরম্যাটের সবগুলোই হবে মিরপুরে, প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ১০ টায়। তার আগে ২৩ নভেম্বর থেকে সিরিজের আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে দুই দল।


বিজ্ঞাপন


মিরপুরে ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল চলে যাবে সিলেটে। সেখানেই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেটে আগামী ৪ ডিসেম্বর অনুশীলন শুরু করবে নিগার-জাহানারারা। ডিসেম্বরের ৫, ৭ ও ৯ তারিখ লাক্কাতুরা স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচ গুলো। সিরিজের দুটি ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অবশ্য শুরু হবে সকাল ১০ টা থেকে। 

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের সূচি- 

১ম ওয়ানডে ২৭ নভেম্বর মিরপুর

২য় ওয়ানডে ৩০ নভেম্বর মিরপুর


বিজ্ঞাপন


৩য় ওয়ানডে ২ ডিসেম্বর মিরপুর

১ম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেট

২য় টি-টোয়েন্টি ৭ ডিসেম্বর সিলেট

৩য় টি-টোয়েন্টি ৯ ডিসেম্বর সিলেট

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর