রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাফ চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানালেন মাশরাফি-তামিমরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম

শেয়ার করুন:

saff tamim mash

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগের বারের মাঠ, একই প্রতিপক্ষ, সেই ফাইনাল। সেই সঙ্গে স্বাগতিক দর্শকদের উল্লাসের বিপরীতে স্নায়ুযুদ্ধে টিকে থাকার এক লড়াই। বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দু’বছর আগের স্মৃতি পুনরায় ফিরিয়ে আনলো সাবিনার দল। সেইসাথে সঙ্গী হলো নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসরে টানা দুই বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা উঁচিয়ে ধরার গর্ব।

দুর্দান্ত এই জয়ে সাবিনা-ঋতুপর্ণাদের অভিনন্দন জানিয়েছেন নতুন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমন জয়ের পর চারদিক থেকে অভিনন্দন পাচ্ছেন সবাই। তারই ধারবাহিকতায় টাইগ্রেস মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররা।


বিজ্ঞাপন


সাবিনাদের শিরোপা জয়ের রাতে সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশের খেলাধুলার জন্য অসাধারণ এক মুহূর্ত। মেয়েদের অসংখ্য অভিনন্দন।’ 

এদিকে রাজনৈতিক পট পরিবর্তনে অনেকদিন পর নিজের পেজে কিছু লিখেছেন মাশরাফি বিন মুর্তজা। তাও বাংলাদেশের সুন্দরতম এক অর্জনের দিনে। মাশরাফি তার পেজে লিখেছেন, ‘আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উত্তুঙ্গ উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ...অভিনন্দন বাংলার মেয়েদের।’

বাংলাদেশের বর্তমান তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি জোড়া লাগিয়েছেন। এরপর লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবলের জন্য জাদুকরী রাত।’ বাংলাদেশের পতাকা, ফুটবল আর শিরোপা এই তিন ইমোজি দিয়ে শেষ করেছেন অভিনন্দন লিখে।

সাবিনাদের অভিনন্দন জানিয়ে শরিফুল ইসলাম লিখেছেন, ‘চ্যাম্পিয়নস। ২০২৪ নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। অভিনন্দন মেয়েরা।’ মেহেদী হাসান মিরাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের মেয়েদের অভিনন্দন। বাংলাদেশ টানা দুবার নারী সাফ জিতল ২-১ গোলের রোমাঞ্চকর এক জয়ে।’  


বিজ্ঞাপন


বাংলাদেশের দ্রুতগতির পেসার তাসকিন আহমেদ মেয়েদের সাফল্যে অনুপ্রাণিত হওয়ার কথা লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য বাংলাদেশ নারী দলকে অনেক অভিনন্দন! আমরা দারুণ গর্বিত এবং আপনাদের এই সাফল্যে আমরা অনুপ্রাণিত। এভাবে এগিয়ে যেতে থাকুন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর