বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন বাধার সম্মুখীন হন পিটার বাটলার। কখনো দল নির্বাচনে তৃতীয় কারও হস্তক্ষেপ নিয়ে, কখনো ড্রেসিংরুমে কোন্দল নিয়ে। তবে এসব সহ্য করে কাজ করে গেছেন তিনি। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই ‘বিদায়’ বার্তা দিলেন বাটলার। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।
বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে পিটার নিজেই নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের কোনো উদযাপনেই সামিল হননি তিনি।
বিজ্ঞাপন
কেন তিনি এমন করলেন জানতে চাইলে পিটার বাটলার বলেন, আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি।
সমস্যাটা কেমন জানতে চাইলে তিনি বলেন, তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।
পিটার আরও বলেন, এই ট্রফি জয় মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। মেয়েদের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল।
বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করার জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন।
বিজ্ঞাপন
এমএইচটি