ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে ভারত। এই পাঁচটি টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দরজায় থাকত ম্যান ইন ব্লুরা। একই সঙ্গে ছিলো টানা তৃতীয় বার ফাইনালে ওঠার হাতছানি। বাংলাদেশকে ২-০ ব্যবধানে ধবল ধোলাই পর বাকি ছিলো তিনটি টেস্ট ম্যাচ জেতার। কিন্তু প্রথমবারের মতো ভারতের মাটিতে তাদেরকে হারিয়ে সিরিজ নিজেদের করে নেওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই জমিয়ে তুলেছে কিউইরা।
ফাইনালের যাওয়ার এখন যদি, কিন্তুর অনেক সমীকরণে বসে আছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেলে আর মাত্র ২০টি ম্যাচ রয়েছে। ফাইনালের দৌড়ে রয়েছে পাঁচটি দল। পয়েন্ট টেবলে ভারত এখনও শীর্ষে এবং অস্ট্রেলিয়া দ্বিতীয়তে থাকলেও হিসবে উলাট পালাট হতে পারে যে কোনও সময়। দেখে নেওয়া যাক কার সামনে কী সমীকরণ।
বিজ্ঞাপন
ভারতের সমীকরণ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করতে হলে ভারতকে শেষ ৬টি টেস্টের চারটিতে জিততে হবে। মুম্বাই টেস্টে জিততে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে হবে ৩-২ ব্যবধানে। তাতে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট নষ্ট না করলে ভারত ৬৪.০৪ শতাংশ পয়েন্টে পৌঁছতে পারবে।
সেক্ষেত্রে অস্ট্রেলিয়া যদি ২-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় তাহলে তাদের পয়েন্টের শতাংশ বা সাফল্যের হার হবে ৬০.৫২ শতাংশ। কিউইরা যদি মুম্বাই টেস্টে হেরে যায় তাহলে দেশের মাটিতে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারালেও ৫৭.১৪ শতাংশের বেশি পৌঁছতে পারবে না।
যদি সব কিছু এভাবেই চলে, তাহলে দক্ষিণ আফ্রিকাই একমাত্র ভারতের উপরে থাকতে পারে। আর ভারত-অস্ট্রেলিয়া সিরিজ যদি ২-২ থাকে তাহলে ভারত থাকবে ৬০.৫৩ শতাংশে (ভারত যদি মুম্বাই টেস্ট জেতে)। ভারতের বিপক্ষে সিরিজ ড্রয়ের পর অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারায় তাদের সাফল্যের হার হতে পারে ৬২.২৮ শতাংশ।
বিজ্ঞাপন
ভারত যদি নিউজিল্যান্ডের কাছে মুম্বাই টেস্টেও হারে, সেক্ষেত্রে কিউইরা ইংল্যান্ডকে ৩-০-তে হারালে শেষ করবে ৬৪.২৯ শতাংশে। সেক্ষেত্রে ভারতকে অন্য কোনও ফলাফলের দিকে না তাকিয়ে ফাইনাল খেলতে হলে অস্ট্রেলিয়ায় চারটি টেস্ট জিততে হবে, একটি ড্র করতে হবে।
নিউজিল্যান্ড যদি মুম্বাইয়ে হারে এবং ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায় তাহলে ভারতের ফাইনালের পথ সুগম হবে। কেননা, সেক্ষেত্রে কিউইরা ৫২.৩৮ শতাংশের বেশি যেতে পারবে না। দক্ষিণ আফ্রিকা যদি পাঁচটির মধ্যে ১টি টেস্টে হারে তাহলে তারা থাকবে ৬১.১১ শতাংশে। অস্ট্রেলিয়া যদি ভারতকে ৩-২ ব্যবধানে হারায় এবং শ্রীলঙ্কার সঙ্গে ১-১ ড্র করে, তাহলে অজিরা শেষ করবে ৬০.৫৩ শতাংশে। ফলে ভারত ফাইনালে যাবে।
নিউজিল্যান্ড সমীকরণ
শ্রীলঙ্কায় বিপর্যয়ের পর নিউজিল্যান্ড ফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল। কিন্তু ভারতের বিপক্ষে তারা ঘুড়ে দাড়িয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে। তাতে সামনের বাকি চারটি টেস্টে জিতে যায় তাহলে শেষ করবে ৬৪.২৯ শতাংশে। ফলে নিশ্চিতভাবেই ফাইনালের আশা জিইয়ে থাকবে। কিন্তু যদি চারটির মধ্যে একটি টেস্টে কিউইরা হারে তাহলে ৫৭.১৪ শতাংশে শেষ করবে। সেক্ষেত্রে তাদের সম্ভাবনা থাকবে না।
দক্ষিণ আফ্রিকা সমীকরণ
দক্ষিণ আফ্রিকার টেস্ট বাকি- বাংলাদেশে ১টি, দেশের মাটিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ২টি করে। এই পাঁচটি টেস্টেই যদি প্রোটিয়ারা জেতে তাহলে তাদের পয়েন্টের শতাংশ বা সাফল্যের হার পৌঁছে যাবে ৬৯.৪৪ শতাংশে। তাতে ফাইনাল খেলার টিকিট মিলবে।
সেক্ষেত্রে অস্ট্রেলিয়া বা ভারত তাদের প্রতিপক্ষ হতে পারে ফাইনালে। যদি দক্ষিণ আফ্রিকা চারটি টেস্টে জেতে এবং একটি ড্র করে তাহলে শেষ করবে ৬৩.৮৯ শতাংশে। যদি চারটিতে জেতে এবং একটিতে হারে তাহলে সাফল্যের হার হবে ৬১.১১ শতাংশ। তাতেও অন্য ম্যাচের ফলাফল পক্ষে গেলে ফাইনালে যেতে পারে প্রোটিয়া।
অস্ট্রেলিয়া সমীকরণ
অস্ট্রেলিয়া নিজেদের দেশে ভারতের বিপক্ষে পাঁচটি এবং শ্রীলঙ্কায় গিয়ে ২টি টেস্ট খেলবে। ভারতকে যদি অজিরা ৩-২ ব্যবধানে হারায় এবং শ্রীলঙ্কায় ১-০ ব্যবধানে সিরিজ জেতে তাহলে অজিরা শেষ করবে ৬২.২৮ শতাংশে। এগিয়ে থাকবে ভারতের চেয়ে।
নিউজিল্যান্ড যদি বাকি সব টেস্টে জেতে একমাত্র তা হলেই তারা অজিদের পিছনে ফেলতে পারবে। এছাড়া দক্ষিণ আফ্রিকাও অজিদের পিছনে ফেলে দিতেই পারে। অস্ট্রেলিয়া যদি ৭টি টেস্টের ৫টিতেই জেতে, তাহলে অন্য কারও দিকে তাকিয়ে থাকতে হবে না ফাইনালে ওঠার জন্য।
শ্রীলঙ্কা সমীকরণ
শ্রীলঙ্কা সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ২৪ পয়েন্ট ঘরে তুলে ফাইনালে ওঠার দৌড়ে চলে এসেছে। তাদের বাকি চারটি টেস্ট। সব কটি টেস্টে যদি তারা জেতে এবং ৪৮ পয়েন্ট ঘরে তোলে তাহলে তাদের পয়েন্টের শতাংশ বা সাফল্যের হার হবে ৬৯.২৩ শতাংশ। ফাইনাল খেলতে কারও উপর নির্ভর করতে হবে না।
শ্রীলঙ্কা ২টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকায়, দুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে। দুই প্রতিপক্ষই ফাইনালের দৌড়ে রয়েছে। যদি শ্রীলঙ্কা তিনটিতে জেতে, একটিতে হারে তাহলে শেষ করবে ৬১.৫৪ শতাংশে। তাতে অন্য ম্যাচের ফলাফল পক্ষে গেলে শ্রীলঙ্কাও পেয়ে যেতে পারে ফাইনাল খেলার টিকিট।

