সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সান্তিয়াগো বার্নাব্যুতে ৪ গোল হজম করল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ০৩:০৭ এএম

শেয়ার করুন:

সান্তিয়াগো বার্নাব্যুতে ৪ গোল হজম করল রিয়াল মাদ্রিদ

২০২৪-২৫ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে আতিথেয়তা দিল রিয়েল মাদ্রিদ। আর সেই অতিথিদের নির্মমতায় কাঁদছে পুরো সান্তিয়াগো বার্নাব্যু! শনিবার (২৬ অক্টোবর) রাতে ১, ২, ৩ নয়; পুরো ৪ গোলে মাদ্রিদকে ভাসিয়ে দিল বার্সেলোনা।

চলতি মৌসুমে হ্যান্সি ফ্লিক হাই লাইন ডিফেন্স খেলিয়ে অফসাইড ট্র্যাপ তৈরি করে প্রতিপক্ষকে বেশ নাজেহাল করছে। কার্লো আনচেলত্তি কীভাবে তার জবাব দেন তার ওপরেই ম্যাচের ফল নির্ভর করবে বলে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। হয়েছেও তাই। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে অফসাইড ট্র্যাপে বারবার বিরক্ত করল বার্সেলোনা। এমনকি গোল করেও অফসাইডের জন্য হতাশ হতে হলো তাদের।


বিজ্ঞাপন


real1

কথায় আছে, সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে রাতটা নাকি লম্বা হয়! গত বুধবার চ্যাম্পিয়ন্স লীগের রাতে এমনটাই দেখেছে সবাই। বরুসিয়া ডর্টমুন্ড ২-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়ার পর ৫ গোল হজম করেছে। কিন্তু এবার রাতটা যেন রিয়ালের জন্যই উল্টো লম্বা হতে শুরু করল! ৫৬ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৮৪ মিনিটের মধ্যে সেটাই ৪-০! এবার আর বার্নাব্যুর সেসব জাদুকরী রাত ফেরাতে পারেনি রিয়াল।

এল ক্লাসিকোতে ৪-০ গোলের এই জয় শুধুই জয় নয়, বরং চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরে, তাদেরই দর্শকদের সামনে নাস্তানাবুদ করার এক আনন্দ বার্সা সমর্থকদের জন্য।

classico


বিজ্ঞাপন


ঘরের মাঠে প্রথমার্ধে সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ রিয়াল। অফসাইড ও সুযোগ নষ্টের মাশুল দিতে হয়েছে তাদের। আর বার্সার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। তাতে পোলিশ স্ট্রাইকারের খুশি হওয়ার কথা নয়। একটি যে পোস্টে মেরেছেন, আরেকটি ক্রসবারের ওপর দিয়ে। দুটো সহজ সুযোগ মিস না করলে হয়ে যেত হ্যাট্রিক। বার্সার অন্য দুটো গোল লামিনে ইয়মাল ও রাফিনিয়া।

তবে মাঠে আধিপত্য দেখিয়েছে বার্সা। বলের দখলে এগিয়ে ছিল তো বটেই, গোলে শট নেয়াতেও এগিয়ে তারা। রিয়াল একটি শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি। বার্সেলোনা ৬টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পারে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর