রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘যোগ্যতা লাগে ভাইয়া’— কাকে খোঁচা দিলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

sabbir rahman bd cricket

সাব্বির রহমান, দেশের ক্রিকেটের তরুণদের মধ্যে একসময়কার অন্যতম উঠতি তারকা। ২০১৫ সালে এই ব্যাটারের ব্যাটিং দেখে অনেকেই বলতেন এই বুঝি বাংলাদেশ ক্রিকেট পেয়ে গেছে নিজেদের বিরাট কোহলি। কিন্তু দিন বদলেছে ক্যারিয়ারের শুরুর দিকে নিজের জাত চেনালেও, যতোই সময় গড়িয়েছে নিজেকে হারিয়েছেন সাব্বির। 

এরপর ধীরে ধীরে চলে যান জাতীয় দলের রাডারের বাইরে। এমনকি গত বছরের বিপিএলের নিলামেও পাননি কোনো দল। তবে আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের দলে জায়গা পেয়েছনে তিনি। এদিকে দেশের বেশকিছুতে সম্প্রতি সরব এই টাইগার ব্যাটার। 


বিজ্ঞাপন


কিছুদিন আগে সাকিব আল হাসানের ঘরের মাটি থেকে টেস্ট বিদায়ের পক্ষে ছিলেন এই ক্রিকেটার। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে সাকিবকে নিয়ে বড় এক পোষ্টও দিয়ে থাকেন তিনি। আজ আবার কিসের ইঙ্গিত দিয়ে তার ফেসবুকে লেখেন, ‘যোগ্যতা লাগে ভাইয়া।’ তবে কোন ইস্যুতে এবং কাকে নিয়ে এই ইঙ্গিত করেছেন তার কোনও ব্যাখা দেননি সাব্বির রহমান।

sabbir_rahman_fb

সবকিছু ছাপিয়ে এবারের বিপিএল আসরে ঢাকার মালিকানা নিয়েছেন শাকিব খান। মালিকানা নিয়ে প্লেয়ার ড্রাফটে এবার তিনি ঢাকার দলে ভেড়ালেন সাব্বির রহমানকে। তাই বলাই যায় নিজেকে প্রমাণ করবার এটাই হয়তো শেষ সুযোগ। 

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাব্বির রহমান বলেন, ক্যাটাগরি নয়, ভালো খেলে জাতীয় দলে ফেরাই এখন তার মূল লক্ষ্য। গতবছর বিপিএল খেলায় সুযোগ পাইনি, এবার পেয়েছি কাজেই এ সুযোগ কাজে লাগাতে চাই।


বিজ্ঞাপন


বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে সাব্বির রহমান ১১ টি টেস্ট ম্যাচ খেলে ২৪ গড়ে ৪৮১ রান করেছেন। ওয়ানডে খেলেছেন ৬৬টি, রান তুলেছেন ১৩৩৩, গড় ২৫.৬৩। টি-টোয়েন্টি ফরম্যাটে সাব্বির ৪৪টি ম্যাচ খেলে ৯৪৬ রান তুলেছেন, প্রায় ২৫ গড়ে ব্যাট করে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর