শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা
ছবিঃ সংগৃহীত

ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনিয়োর ধর্ষণ মামলার ঘটনা এবার নিল চূড়ান্ত রূপ। সাবেক এই ফরোয়ার্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইতালির বিচারক মন্ত্রণালয়। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে গ্রেপ্তারি পরোয়ানাটি কার্যকর করার আহ্বান জানিয়েছে তারা। এক নারীকে ধর্ষণের দায়ে ৯ বছরের কারাদণ্ড পাওয়া রবিনিয়ো ব্রাজিলের বাইরে গেলেই গ্রেপ্তার হতে পারেন। 

২০১৩ সালে ইতালির সিরি'আর দল এসি মিলানে খেলার সময় আরও পাঁচ জনের সঙ্গে রবিনিয়ো মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতন করেন। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের নভেম্বরে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।


বিজ্ঞাপন


ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আসা ৩৮ বছর বয়সী রবিনিয়ো বর্তমানে ব্রাজিলে আছেন। লাটিন আমেরিকার এই দেশটি তার নাগরিককে অন্য কোনো দেশে বিচারের জন্য ফেরত পাঠায় না। তাই দেশের বাইরে গেলেই কেবল গ্রেপ্তারের মুখোমুখি হবেন তিনি।

২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলা রবিনিয়ো ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে তা ২০২০ সালের ডিসেম্বরে খারিজ করে দেয় আদালত। পরে ইতালির সুপ্রিম কোর্টে আপিল করেও কোনো লাভ হয়নি। গত মাসে তার আপিল খারিজ করে শাস্তি বহাল রাখে সর্বোচ্চ আদালত।

ব্রাজিলের হয়ে ২৮ গোল করা রবিনিয়ো ২০২০ সালের অক্টোবরে নিজ দেশের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ক্লাব সমর্থক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর চাপে চুক্তি স্থগিত করে সান্তোস।

সাবেক এই ফুটবলার এখন দেশের বাহিরে আর বের হতে পারবেন না। তার দেশে যদি সে একই অভিযোগে অভিযুক্ত হয় তাহলে তিনি নিজ দেশেই শাস্তির সম্মুখীন হতে পারে। 


বিজ্ঞাপন


এমএএম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর