রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন তাইজুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

সাকিবকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন তাইজুল

মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে তাইজুলের ফাইফারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রানে প্রথম দিনের খেলা শেষ করে প্রোটিয়ারা। আর এর মধ্যে দিয়ে ঢাকা টেস্টের প্রথম দিনেই নতুন মাইলফলক ছুলেন তাইজুল।

সাদা পোশাকে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল। সাবেক টাইগার অলরাউন্ডার সাকিব ক্যারিয়ারের ৫৪ তম টেস্ট ম্যাচ খেলে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। এবার সেই যাত্রায় এই রেকর্ড ছুতে তাইজুলের লেগেছে কেবল ৪৮ টেস্ট। 


বিজ্ঞাপন


মিরপুর টেস্ট শুরুর আগে তাইজুলের নামের পাশে লাল বলের ক্রিকেটের উইকেট ছিলো ১৯৬টি। নিজের ৪৮তম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেমেই বাজিমাত করেছেন এই বামহাতি স্পিনার। প্রোটিয়াদের হারানো প্রথম পাঁচ উইকেটের ৪টিই যায় তাইজুলের ঝুলিতে। ম্যাথু ব্রিটজকে ফিরিয়ে সাকিবের পর ২০০ উইকেটের ক্লাবে পা রাখেন তাইজুল। 

সাদা পোশাকে ২০০ উইকেট দখলের স্বাদ নিয়েছেন তাইজুল। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শেষে সেটা কততে দাঁড়ায় সেটাই এখন দেখার পালা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর