সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে শর্তে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

neymar brazil football

গেল বছরের অক্টোবরে চোঁটে পরে মাঠে বাহিরে ছিটকে যান ব্রাজিলের পোষ্টারবয় নেইমার জুনিয়র। এরপর এক বছর মাঠের বাইরে থেকে এখন ফেরার দিন গুণছেন ব্রাজিলের পোস্টার বয়।  অবশেষে চোট কাটিয়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে ফিরতে চলেছেন ব্রাজিলীয় তারকা। জানিছেন ক্লাবটির কোচ জর্জ জেসুস। এদিকে জাতিয় দলের জার্সিতে নেইমারকে ফিরতে হলে শর্ত দিয়ে সেলেসাও টিম ম্যানেজমেন্টে। এমনটায় জানায় ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’। 

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৫ নভেম্বর মাঠে নামবে ব্রাজিল। এরপর দ্বিতীয় ম্যাচ খেলতে ২০ নভেম্বর উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচে নেইমারকে ফিরতে হলে সিবিএফের পক্ষে থেকে একটি শর্ত দিয়েছে নেইমারকে। এই দুই ম্যাচে ফিরতে হলে অবশ্যই আল হিলালের হয়ে মাঠে নামতে হবে তাকে, এমনটায় জানায় গ্লোবো স্পোর্ত।


বিজ্ঞাপন


সৌদি প্রো লিগে শুক্রবার আল ফেইহাকে ৩-০তে হারিয়েছে আল হিলাল। ম্যাচ শেষে নেইমার প্রসঙ্গে পর্তুগিজ কোচ বলেছেন, ‘নেইমার সোমবারের ম্যাচের জন্য স্কোয়াডের সঙ্গে আরব আমিরাতের বিমানে উঠবেন। আজ (শুক্রবার) তার চোটের এক বছর পূর্ণ হয়েছে এবং তিনি বর্তমানে পুরোপুরি ফিট।’

আল হিলালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, আগামী সোমবার আল আইনের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে ব্রাজিল ফরোয়ার্ডের মাঠে ফেরার সম্ভাবনা আছে। ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করতে পারলেই মিলবে জাতীয় দলে সুযোগ। ২৭ অক্টোবর ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা হতে পারে। আর চুড়ান্ত স্কোয়াড দেওয়া হবে ১ নভেম্বর।

জেসুস বলেছেন, ‘চিকিৎসাগত দিক থেকে সে পুরোপুরি সেরে উঠেছে এবং অনুশীলনেও যোগ দিয়েছে। আগামী দুই দিন সবকিছু এমন ইতিবাচক থাকলে দলের পরের ম্যাচে তাকে সংযুক্ত করা হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর