রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবরকে বাদ দেয়ার সমালোচনা করায় ফখরকে পিসিবির শোকজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪, ১১:১৬ এএম

শেয়ার করুন:

বাবরকে বাদ দেয়ার সমালোচনা করায় ফখরকে পিসিবির শোকজ

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে বর্তমানে যেসব তারকা ক্রিকেটার আছেন তাদের মধ্যে অন্যতম বাবর আজম। তবে সময়টা ভালো যাচ্ছে না এই ব্যাটারের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। সাদা পোশাকে ২০২২ সালে ডিসেম্বরে তিনি সবশেষ ফিফটির দেখা পেয়েছিলেন। এরপর থেকেই শুরু হয়েছে দুর্দশা।

২০২৩ সাল থেকে শুরু করে ২০২৪ ও প্রায় শেষের পথে। প্রায় দুই বছরে বাবর আজম টেস্ট খেলেছেন ৯টি। তবে ৯ ম্যাচের ১৮ ইনিংসে কোনো ফিফটি নেই তাঁর। তিনি সর্বোচ্চ খেলেছেন ৪১ রানের ইনিংস। এই সময়ে তাঁর ব্যাটিং গড় নেমে ‘গেছে ২১ এরও নিচে। এমন অবস্থায় তাকে দল থেকে বাদ দেয়ার দাবী ওঠেছিল।


বিজ্ঞাপন


ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিনি দলের হয়ে অবদান রাখতে ব্যর্থ হন। সেই সিরিজে ধবলধোলাই হয় ম্যান ইন গ্রিনরা। এরপর ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেও তিনি দলের হয়ে তেমন কিছুই করতে পারেননি। মুলতানের ব্যাতিং পিচেও হাসেনি তাঁর ব্যাটা। ধারাবাহিক ব্যর্থতার পর তাকে দল থেকে বাদই দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এদিকে বাবরকে পাকিস্তানের দল থেকে বাদ দেয়ার বিষয়টিকে মেনে নিতে পারেননি ম্যান ইন গ্রিনদের ওপেনার ফখর জামানের। তিনি এর সমালোচনাও করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সমালোচনা করেছেন তিনি। তিনি লিখেন, ‘বাবরের বাদ পড়ার প্রস্তাব শুনে উদ্বিগ্ন। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত বিরাট কোহলির খারাপ সময় লেগেও ভারত তাঁকে বেঞ্চে বসায়নি। তখন তাঁর তিন সংস্করণে রান করেছেন গড়ে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। আর আমরা আমাদের সেরা ব্যাটারকে সাইডলাইনে বসানোর বিবেচনা করছি, যে কি না পাকিস্তানের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন, এটা দলকে গভীর নেতিবাচক বার্তায় দেয়। এখনো সময় আছে দলের মধ্যে আতঙ্ক ছড়ানো এড়ানোর। আমাদের উচিত আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিতের দিয়ে মনোযোগ দেওয়া।’

তবে এভাবে ম্যানেজম্যান্টের সমালোচনা করার বিষয়টি ভালো ভাবে নেয়নি পিসিবি। এ কারণে ফখরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছে।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর