সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবশেষে দল পেলেন রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

অবশেষে দল পেলেন রিশাদ হোসেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন রিশাদ হোসেন। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তিনি। এবারের বিপিএলে দেশি ক্রিকেটারদের তালিকায় তিনি ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। আজ অনুষ্ঠিত বিপিএল ড্রাফটের এই ক্যাটাগরির ১২ জনের মধ্যে ১১ জনই শুরুতেই দল পেলেও বাদ ছিলেন কেবল রিশাদ। 

ড্রাফটের প্রথম রাউন্ডে আজ ৪ দল মিলিয়ে ২৮ জন দেশি ক্রিকেটারকে দলে ভেড়ায়। তবে কোনো দলই রিশাদের প্রতি আগ্রহ দেখায়নি। এই লেগ স্পিনার ভারত সফরে বল হাতে বাজে সময় কাটিয়েছেন।  ‘এ’ ক্যাটাগরিতে তাঁর পারিশ্রমিক ছিল ৬০ লাখ টাকা।   


বিজ্ঞাপন


তবে শুরুতে অবিক্রীত থাকলেও অবশেষে দল পেয়েছেন জাতীয় দলের এই লেগ স্পিনার। তাকে নিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এর আগে তামিমের বরিশাল দলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকেও। 

চতুর্থ রাউন্ডে রিশাদের পাশাপাশি বরিশাল দলে নিয়েছে জাতীয় দলের আরেক স্পিনার তাইজুল ইসলামকেও।

চতুর্থ রাউন্ডে যারা দল পেয়েছেন: 

ঢাকা ক্যাপিটালস- শাহাদাত হোসেন দীপু, আসিফ হাসান মিতুল
দুর্বার রাজশাহী- আকবর আলী, হাসান মুরাদ
চিটাগাং কিংস- রাহাতুল ফেরদৌস জাভেদ, মারুফ মৃধা
সিলেট স্ট্রাইকার্স- নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম 
খুলনা টাইগার্স- মাহমুদুল হাসান জয়, মাহফুজুর রহমান রাব্বি
রংপুর রাইডার্স- কামরুল ইসলাম রাব্বি, তওফিক খান তুষার
ফরচুন বরিশাল- রিশাদ হোসেন, তাইজুল ইসলাম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর