সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাকিবকে অসম্মান, ক্ষোভ প্রকাশ করলেন উপস্থাপিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

সাকিবকে অসম্মান, ক্ষোভ প্রকাশ করলেন উপস্থাপিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকা বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি তিনি খেলতে চাইছেন দেশের মাটিতে। 

তবে তার এমন আকুতিতে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে শিক্ষার্থীদের একাংশ একত্রিত হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবাদ হিসেবে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন তারা। একইসঙ্গে স্টেডিয়াম এলাকায় সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন তারা।


বিজ্ঞাপন


এছাড়া বিক্ষুব্ধরা জানিয়েছেন, মিরপুর স্টেডিয়ামে সাকিবকে খেলতে দেবেন না সাকিব বিরোধীরা। বাংলাদেশের ক্রিকেটের পোষ্টারবয় সাকিব আল হাসানকে নিয়ে শিক্ষার্থীদের এমন আচরণে ভালভাবে দেখছেন না দেশের বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপকা, মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা। এছাড়া লম্বা সময় ধরে ক্রিকেটের উপস্থাপিকা হিসেবেও জনপ্রিয় হয়েছেন তিনি। 

শিক্ষার্থীদের একাংশে এমণ আচরণে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘আমি যখন বাংলাদেশ এমন ধরণের মানুষদের দেখি, তখন খুবই দুঃখ পাই।’

তিনি আরও লেখেন, ‘আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, আপনাদের কী এতটুকু বুদ্ধি আছে? সে (সাকিব) কি দেশের ক্রিকেটের জন্য কিছুই করেনি?’ শ্রাবণ্যর সেই স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন। যারা কেউ সাকিবের পক্ষ নিয়েছেন, আবার কেউ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন। তবে এই মডেল স্পষ্টই সাকিবের পক্ষ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

srabonno_shakib


বিজ্ঞাপন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এর আগে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি তিনি খেলতে চাইছেন দেশের মাটিতে।

সেখানে তিনি লিখেছেন, ‘এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়ত এভাবেই মনঃক্ষুণ্ন হতাম।’

দেশের মাটিতে সাদা পোশাকে শেষ ম্যাচ খেলার আকুতি জানিয়ে সাকিব ওই পোস্টে বলেন, ‘আপনারা জানেন, খুব শিগগিরই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা। তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ অধ্যায়ে আমি আপনাদের পাশে চাই। আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে বিদায় নিতে চাই।’ 

‘বিদায়বেলায় সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের হাতের তালি আমাকে ভালো খেলতে বাধ্য করেছে। বিদায়বেলায় সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে। আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি– এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবাই সঙ্গে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক –আমি নই, আপনারা।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর