সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রিয়াদকে বিদায়ী সম্মাননা সতীর্থদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

রিয়াদকে বিদায়ী সম্মাননা সতীর্থদের

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সূর্যকুমার যাদবদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে নাজমুল শান্তর দল। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে লাল-সবুজের দল, একই সঙ্গে ম্যাচটি জিততে পারলে তা হবে মাহমুদল্লাহর জন্য সবথেকে শ্রেষ্ঠ বিদায়ী উপহার।

তবে দল হারুক বা জিতুক তার আগে রিয়াদের বিদায়কে কেন্দ্র করে হায়দারাবাদে টসের আগে বিশেষ আয়োজন করে দলের সতীর্থরা। দেশের ইতিহাসের অন্যতম বড় এই তারকাকে বিদায় দিতে দলের পক্ষ থেকে স্মারক তুলে দেয়া হয়ে রিয়াদের হাতে। তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সময় সঙ্গে ছিলেন মাহমুদউল্লাহর বহুদিনের সঙ্গী তামিম ইকবালও।


বিজ্ঞাপন


462758149_1000104992128001_7487915383173006616_n_(1) 

বাংলাদেশের জার্সিতে সবথেকে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। একসময় অধিনায়কত্বও করেছেন তিনি। ১৭ বছর আগে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিয়াদের, কেনিয়ার নাইরোবিতে। তারপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৪০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সব ঠিক থাকলে থামবেন ১৪১ ম্যাচ খেলে। নামের পাশে প্রায় আড়াই হাজার রান; পার্টটাইম হাত ঘুরিয়ে নিয়েছেন ৭ এর সামান্য বেশি ইকোনমিতে চল্লিশ উইকেট।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন। যার মধ্যে জয় ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে। এরমধ্যে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর