চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে লিলের বিপক্ষে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ফরাসি ক্লাবটির বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনাও হয়েছিল বেশ। হারের সেই চাপ নিয়েই গতকাল লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। ঘরের মাঠে এই ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। তবে জিতলেও স্প্যানিশ জায়ান্টদের অস্বস্তি দানি কারভাহালকে নিয়ে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটিতে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে রিয়াল। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে প্রথম গোলের দেখা পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি লস ব্লাঙ্কোসদের। ম্যাচের ১৪ মিনিটেই দলকে এগিয়ে দেন ফেদে ভালভার্দে।
বিজ্ঞাপন
বক্সের বাইরে থেকে নেয়া শটে লক্ষ্যভেদ করেন এই তারকা। ২০২২ সালের জানুয়ারির পর বক্সের বাইরে থেকে শট নিয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার এখন তিনিই। এদিকে পিছিয়ে পড়ার পর ভিয়ারিয়ালও সমতায় ফিরতে মরিয়া হয়েই লড়ি করেছে।
ম্যাচে বল দখলে রিয়ালের চেয়ে পিছিয়ে ছিল ভিয়ারিয়াল। ৪৪ শতাংশ সময় বল দখলে রাখলেও গোল করতে ১২টি শট নেয় দলটি। তবে লক্ষ্যে রাখতে পারে কেবল ১টি। অন্যদিকে ১১ শট নিয়ে রিয়াল লক্ষ্যে রাখতে পারে ২ টি।

ভিয়ারিয়াল গোলের দেখা না পেলেও ম্যাচের ৭৩ মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। এবার দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। ভালভার্দের বাড়িয়ে দেয়া বলে শট নিয়ে গোল করেন এই তারকা।
বিজ্ঞাপন
এদিকে দুই গোলে এগিয়ে যাওয়ার পর রিয়ালের জয় যখন নিশ্চিত তখনই দুঃসংবাদ হয়ে আসে কারভাহালের চোট। রিয়ালের বর্তমান স্কোয়াডের সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন কারভাহাল। স্প্যানিশ জায়ান্টদের রক্ষণের অন্যতম তারকা তিনি। ম্যাচের শেষদিকে ভিয়ারেয়ালের জেরেমি পিনোর সঙ্গে বলের লড়াইয়ে চোট পান এই তারকা।
চোট পেয়ে মাঠেই কাতরাতে থাকেন কারভাহাল। পরে তাকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। ধারণা করা হচ্ছে লিগামেন্টের চোট পেয়েছেন তিনি, ফলে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এই চোটের কারণে ম্লান হয়েছে রিয়ালের জয়ের আনন্দ।
ম্যাচ শেষে রিয়ালের কোচ আনচেলত্তি বলেন, ‘এটা দেখে মনে হচ্ছে হাঁটুর গুরুতর চোট। কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত জানা যাবে। ড্রেসিংরুমে সবার মন খারাপ এবং সবাই উদ্বিগ্ন। এমন কিছু ঘটেছে, যা আমরা কেউ চাইনি। এ ধরনের সূচিতে এমন কিছুই ঘটে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে এটা ঘটেছে।’

