শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

বড়-ছোট দল নেই, সিরিজ জয়ের ভালো সুযোগ: হৃদয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

বড়-ছোট দল নেই, সিরিজ জয়ের ভালো সুযোগ: হৃদয়

টেস্ট সিরিজ শেষে এবার রঙিন পোশাকে ভারতের বিপক্ষে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। সূর্যকুমার যাদবদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা। দুই দলের প্রথম ম্যাচটি হবে আগামী ৬ অক্টোবর। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচের আগে আজ বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন তাওহীদ হৃদয়।  

ভারতে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়ে হৃদয় বলেন, ‘আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব।’


বিজ্ঞাপন


গোয়ালিয়রের পিচ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘উইকেট স্লো নাকি ধামাকা তেমন কিছু মাথায় নেই সত্যি বলতে। জেতার জন্য খেলব অবশ্যই। আমাদের লক্ষ্য আছে সিরিজ জয়ের এবং ভালো খেলার। তাই (পিচ নিয়ে) ওরকম চিন্তাভাবনা করছি না।’ 

হৃদয় বলেন, ‘মাঠে খেলতে নামলে কে আছে কে নাই চিন্তা করি না। আমাদের খেলার দিকেই ফোকাস করি। প্রসেস মেনটেইনের চেষ্টা থাকে। তাদের হারানোর সুযোগ আছে, এমন না আমরা ওদের বড় দলকে হারাইনি। টি-টোয়েন্টিতে বড় দল ছোট দল নাই। যে ভালো করবে সেই জিতবে।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর