চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে গতকাল পিএজসির বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। গানারদের ঘরের মাঠে ফরাসি জায়ান্টরা সুবিধা করে ওঠতে পারেনি। দাপুটে ফুটবল খেললেও মাঠ ছাড়তে হয়েছে ২-০ গোলে হার নিয়ে।
নিজেদের ঘরের মাঠে গতকাল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্সেনাল। অন্যদিকে গতকাল পিএসজির এয়াকদশে ছিলেন না উসমান দেম্বেলে। তবে ম্যাচের শুরু থেকেই পিএসজিও খেলেছে দারুণ। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলায় বেশ কয়েকবারই গোলের সুযোগ তৈরি হয়।
বিজ্ঞাপন
এরই মাঝে গোলের দেখাও পেয়ে যায় আর্সেনাল। ম্যাচের ২০ মিনিটে বক্সের বাইরে থেকে ক্রস দেন লিয়ান্দ্রো ট্রসার, পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মাও ভুল করে বসেন, এই সুযোগে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন।
এদিকে এক গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণে যায় পিএসজি। তবে লুইস এনরিকের শিষ্যরা গানারদের রক্ষ্ণ ভেদ করে জালের দেখা পায়নি। এদিকে পিএসজি না পারলেও গোলের দেখা ঠিকই পেয়ে যায় আর্সেনাল।
ম্যাচের ৩৫ মিনিটে আর্সেনালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। ডান দিকের সাইডলাইন থেকে ফ্রি কিক নেন এই ইংলিশ তারকা, বক্সের ভেতরে দুই দলের ফুটবলাররাই তাতে পা ছোঁয়াতে ব্যর্থ হন, আর দোনারুম্মাকে ফাকি দিয়ে বল খুঁজে নেয় জালের ঠিকানা।
বিজ্ঞাপন
প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া আর্সেনাল দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল, তবে সেসব কাজে লাগাতে পারেননি সাকারা। এদিকে পিছিয়ে পড়া পিএসজি বল দখলে রেখে সমানতালে আক্রমণ করতে থাকে। তবে ৬৫ শতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি এনরিকের শিষ্যরা। ম্যাচে ১০টি শট নিয়ে কেবল ২টি লক্ষ্যে রাখতে পারেছিল দলটি। অন্যদিকে ৬টি শট নিয়ে ৫টিই রেখেছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত পিএসজিকে মাঠ ছাড়তে ২-০ গোলের পরাজয় নিয়েই।