শ্রীলঙ্কা সফরে লঙ্কানদের বিপক্ষে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। গলে প্রথমটিতে লড়াই করে হারলেও দ্বিতীয় ম্যাচে সহজেই কিউইদের বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিকরা। ২-০ ব্যবধানে সিরিজ হারের পর ব্ল্যাক ক্যাপসদের সাদা পোশাকের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিম সাউদি।
২০২২ সালে কেন উইলিয়ামসন অধিনায়কত্ব ছাড়ার পর দলটির দায়িত্ব নিয়েছিলেন সাউদি। তাঁর অধীনে ১৪টি টেস্ট খেলে ৬টিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তাঁর অধীনে ৬ ম্যাচে হারের পাশাপাশি ড্র করেছে ২ ম্যাচে।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার বিপক্ষে ধবলধোলাই হয়ে সিরিজ হারের পর এবার ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। সেখানে রোহিত শর্মাদের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে কিউইরা। এর আগেই অধিনায়কত্ব ছাড়লেন সাউদি। সাউদি সরে দাঁড়ানোর পর দলটি অধিনায়কের দায়িত্ব নিয়েছেন টম লাথাম।
অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে সাউদি বলেন, ‘কোনো সংস্করণে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য বিশেষ সম্মানের ও বড় পাওয়া ছিল। আমি পুরো ক্যারিয়ারে দলের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দলের ভালোই হবে।’
এবার তিনি নিজের পারফর্ম্যান্সে মনোযোগী হবেন জানিয়ে সাউদি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, দলকে আমার সর্বোচ্চটা দেওয়ার উপায় হচ্ছে মাঠে আমার পারফরম্যান্সে মনযোগ দেওয়া, নিজের সেরাটা ফিরে পাওয়া, উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা।’
বিজ্ঞাপন
সাউদি দায়িত্ব ছাড়ার ব্যাপারে কিউইদের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘টিম দারুণ একজন খেলোয়াড় আর খুব ভালো একজন নেতা যাকে সতীর্থ ও সাপোর্ট স্টাফরা অনেক সম্মান করে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধিত্ব করছে সাউদি, টেস্ট দলের দায়িত্ব ছাড়ার এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’