বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ঢাকা

অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা

জাতীয় দল স্পেনকে অনেক আগেই বিদায় জানিয়ে দিয়েছিলেন আন্দ্রে ইনিয়েস্তা। এবার সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন সাবেক বার্সেলোনা এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে নিজেই অবসরের ঘোষণা দেন ২০১০ বিশ্বকাপজয়ী কিংবদন্তি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভিডিও পোস্টের ক্যাপশনে লেখেন, আগামী ৮ অক্টোবর বিদায়ের ঘোষণা দেবেন এই ‘নাম্বার এইট’। হয়তো, নিজের বিখ্যাত ৮ নম্বর জার্সির সঙ্গে মিলিয়ে এই সিদ্ধান্ত এই স্প্যানিশ তারকার।


বিজ্ঞাপন


বার্সেলোনার একাডেমিতে ১৯৯৬ সালে নাম লেখান ইনিয়েস্তা। যেখান থেকে ২০০২ সালে ‘বি’ দলে নাম লেখান নিজেকে। এরপর আর পিছে ফিরে দেখতে হয়নি এই তারকা, স্বপ্নের মতো সাজান নিজের ক্যারিয়ার। এরপর বার্সার সঙ্গে সম্পর্ক ছেড়ে জাপানে পাড়ি দেন ২০২২ সালে। 

কাতালানদের জার্সিতে ১৬ বছরের ক্যারিয়ারে ৬৭৪ ম্যাচ খেলেছেন। ৫৭ গোল করার পাশাপাশি ১৩৫টি গোল করিয়েছেন কিংবদন্তি মিডফিল্ডার। এছাড়া বার্সার জার্সিতে ৩২টি ট্রফি জিতেছেন ইনিয়েস্তা। যার মধ্যে ৯টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি কোপা ডেল রে ও ৩টি ক্লাব বিশ্বকাপ শিরোপা রয়েছে।

জাপানের ক্লাব ভিসেল কোবেতে ৫ বছর কাটিয়ে গতবছর সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবে নাম লেখান। এখানেই শেষ করেন তার ক্যারিয়ার। স্পেন জাতীয় দলের হয়ে ২০০৬ সালে যাত্রা শুরু ছিল ইনিয়েস্তার। ২০১৮ সালে অবসর নেয়ার আগে ১৩১ ম্যাচ খেলেছেন। ১৪ গোলের পাশাপাশি জাতীয় দলের হয়ে ৩০টি অ্যাসিস্ট করেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর