পাকিস্তানের ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের পর, ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যায় বাংলাদেশ। আত্মবিশ্বাস পেয়েও রোহিত-কোহলিদের বিপক্ষে প্রথম ম্যাচ ২৮০ রানের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারে টাইগাররা। এতে করে সফরকারীদের হোয়াইটওয়াশ করে ২ টেস্টের সিরিজ জিতে নিয়েছে রোহিত-কোহলিরা। দলের এমন পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্চার রোমান সানা।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলদেশ দলের ওপর ক্ষোপ প্রকাশ করে লেখেন, ‘পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর পুরস্কার দেওয়া ৩ কোটি ২০ লাখ টাকা এখন ফেরত নেওয়া হোক। সঙ্গে দুই দিনে ম্যাচ হারার জন্য আরো ৩ কোটি টাকা জরিমানা করা হোক।’
বিজ্ঞাপন
দেশসেরা আর্চার রোমান সানা ২০১৪ সালে আর্চারিতে যোগ দান করে ওই বছরই থাইল্যান্ডে প্রথম এশিয়ান আর্চারি গ্রাঁ প্রি’তে এককে সোনা জয় করেন। এরপর ২০১৭ সালে বিশকেক আন্তর্জাতিক আর্চারিতে সোনা আনেন। ২০১৯ সালে আইএসএসএফ সলিডারিটি বিশ্ব র্যাঙ্কিং আর্চারিতে এককে রুপা, বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং এশিয়ান কাপ বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টে এককে সোনা, দলীয় রুপা এবং মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ জয় করেন। ওই বছরই সাউথ এশিয়ান গেমসে দলীয়, মিশ্র, এবং এককের তিনটিতেই সোনা জেতেন।
তবে দেশসেরা আর্চারের খেতাব পাওয়া রোমানের নামের সঙ্গে রয়েছে বিতর্কিত অনেক ইস্যু। ২০২২ সালে এক সতীর্থ নারী আর্চারের সঙ্গে বাজে আচরণের কারণে নিষিদ্ধ করা হয় তাঁকে। এছাড়া দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে শৃঙ্খলাভঙ্গের কারণে নিষিদ্ধ হওয়ারও রেকর্ড রয়েছে তার।