পাকিস্তানের ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের পর, ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যায় বাংলাদেশ। আত্মবিশ্বাস পেয়েও রোহিত-কোহলিদের বিপক্ষে প্রথম ম্যাচ ২৮০ রানের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারে টাইগাররা। আর দলের এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে।
সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের চারে উঠলেও ভারতের কাছে হারে সাতে নেমে গেছে টাইগাররা। এতে উপকার হয়েছে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের হারে পাঁচে উঠে এসেছে প্রোটিয়ারব।
বিজ্ঞাপন
আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে প্রোটিয়ারা। ফলে টাইগারদের চেয়ে দুই ধাপ এগিয়ে থেকে ঢাকায় পা রাখতে যাচ্ছে টেম্বা বাভুমার দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব শতকরার হারে হয়, পয়েন্ট নিয়ে নয়। শতকরা পয়েন্ট ৩৪.৩৮ নিয়ে সাতে নেমে গেছে বাংলাদেশ। আর ৩৮.৮৯ শতকরা পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আর টেবিলের শীর্ষে থাকা ভারতের এখন পয়েন্ট ৭৪.২৪ শতাংশ। ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল অংশ নেয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করা ভারত টানা তৃতীয় চক্রে ফাইনাল খেলার পথে অনেকটা এগিয়ে।
পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সামনে দুটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ঘরের মাঠে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা।
বিজ্ঞাপন
এ দিকে পাকিস্তানকে হোয়াটওয়াশ করে ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে ধবলধোলাইয়ে সে সম্ভাবনা শেষ। তবে আগের দুই চক্রের তুলনায় এবার টাইগারদের পারফরম্যান্স বেশ ভালো।
২০১৯-২১ সালের প্রথম চক্রে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। ২০২১-২৩ সালের দ্বিতীয় চক্রে হারিয়ে ছিল নিউজিল্যান্ডকে। এবার জয় পেয়েছে ৩ ম্যাচে।