রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

সাকিবের অবসর নিয়ে মুখ খুললেন টাইগার হেড কোচ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

সাকিবের অবসর নিয়ে মুখ খুললেন টাইগার হেড কোচ 

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে হেরেছে বাংলাদেশ। ৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে সুবিধা করে ওঠতে পারেনি টাইগাররা। সাদমান ইসলামের ৫০ রানের ইনিংসের সুবাদে অল আউট হওয়ার আগে করতে পারে ১৪৬ রান, তাতে জয়ের জন্য স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৫ রানের। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের দারুণ এক জয় পেয়েছে ভারত।

রোহিত-কোহলিদের বিপক্ষে হারের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন আসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যেখানে গণমাধ্যমদের প্রশ্ন ছিল শুধু সাকিবের অবসর ঘিরে।  


বিজ্ঞাপন


সাকিবের ঘরের মাঠে অবসর প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে।’

টাইগার এই অলরাউন্ডারের বিকল্প নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে।’

আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার সে শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর