শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ঢাকা

ভারতের বিপক্ষে হার নিয়ে যা বললেন হাথুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

ভারতের বিপক্ষে হার নিয়ে যা বললেন হাথুরু

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে হেরেছে বাংলাদেশ। ৫১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে সুবিধা করে ওঠতে পারেনি টাইগাররা। সাদমান ইসলামের ৫০ রানের ইনিংসের সুবাদে অল আউট হওয়ার আগে করতে পারে ১৪৬ রান, তাতে জয়ের জন্য স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৫ রানের। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারালেও সহজেই ম্যাচটি জিতে নিয়েছে রোহিত শর্মার দল। যশ্বসী জয়সোয়ালের ৪৪ বলে খেলা ৫১ রানের ইনিংসের সুবাদে ৭ উইকেটের দারুণ এক জয় পেয়েছে ভারত। 

এতে করে সফরকারীদের হোয়াইটওয়াশ করে ২ টেস্টের সিরিজ জিতে নিয়েছে রোহিত-কোহলিরা। কিন্তু এমন হার কল্পনা করেননি টাইগার হেড মাস্টার চান্ডুকা হাতুরাসিংহে। কানপুরের মাচ শেষে সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে। ভারতের এমন অ্যাপ্রোচ আমরা আগে দেখিনি। রোহিত ও ওর দলকে কৃতিত্ব দিতেই হবে, এমন অ্যাপ্রোচে ম্যাচ জয়ের জন্য। তবে আমাদের পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন।’


বিজ্ঞাপন


বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশ হয়ে তিনি বলেন, ‘এই সিরিজে ব্যাটিং খুব হতাশাজনক। সর্বশেষ সিরিজে কয়েকজন ভালো খেলেছিল। তবে আমরা গত কয়েক সিরিজ ধরেই আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারছি না। এমন ব্যাটিংয়ের আরেক কারণ হতে পারে প্রতিপক্ষের বোলিং কোয়ালিটি। ভারত খুবই ভালো দল। আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাব। সেরা দলের বিপক্ষে খেলাগুলো এমনই হয়।’

সাকিবের অবসর প্রসঙ্গে হাথুরু বলেন, ‘আমি এমন কিছু শুনিনি যে এটাই তার শেষ ম্যাচ। আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা সিরিজেও সে খেলবে, আমি এমনটাই জানি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর