বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

টি-টোয়েন্টির জাকের টেস্ট ক্রিকেটে কেমন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টির জাকের টেস্ট ক্রিকেটে কেমন

চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে রোহিত শর্মাদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের তাদেরই ঘরের মাঠে ধবলধোলাই করে সিরিজ জিতেছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়ের পর এবার টাইগারদের সামনে ভারতের চ্যালেঞ্জ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।


বিজ্ঞাপন


যেখানে স্কোয়াড থেকে শরিফুল ইসলাম বাদ পড়েছেন। শরিফুলের শূন্যস্থান পূরণ করা হয়েছে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে ডাক পাওয়া উইকেটরক্ষক ও ব্যাটার জাকের আলীকে দিয়ে। ঘরোয়া ক্রিকেটে লম্বা ইনিংস খেলার রেকর্ড থাকলেও কুড়ি ওভারের ক্রিকেটেই অভিষেক হয় জাকেরের। তবে পাকিস্তানে ‘এ’ দলের সফরে চারদিনের ম্যাচে জাকেরের খেলা ১৭২ রানের ইনিংস নির্বাচকদের মন ছুয়েছে। এই কারণেই মূলত ভারত সিরিজের দলে সুযোগ হয়েছে তার। 

বিপিএল দিয়ে দেশের ক্রিকেটে মারকুটে ব্যাটারের তকমা লেগেছে জাকেরের গায়ে। সবশেষ বিপিএলে ১৪১ স্ট্রাইক রেটে করেছেন ১৯৯ রান। অবশ্য বিপিএলের এই তান্ডব ব্যাটিংয়ে ক্রিকেট প্রেমীদের নজরে এসেছেন তিনি। কিন্তু ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে বিগত কয়েক বছর ধরে সেরা সেরা পারফর্মার জাকের। ঘরোয়া ক্রিকেটে লম্বা ইনিংস খেলার রেকর্ডও রয়েছে তার। 

২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪ সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে ২ হাজার ৮৬২ রান জাকেরের। যে কারণে অনেকদিন থেকেই টেস্ট দলের দরজায় কড়া নাড়ছিলেন, কিন্তু সুযোগটা মিলছিল না কিছুতেই। 

জাকেরের টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া নিয়ে নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার বলেন, ‘জাকেরের রেকর্ড যদি দেখেন এনসিএল, বিসিএল, লঙ্গার ভার্শনে রেকর্ড খুব ভালো। একটা আইডিয়া হয়তো পেয়ে যাবেন যে, সে লঙ্গার ভার্সনের জন্য খুব কার্যকর ক্রিকেটার হতে পারে। দুর্ভাগ্যবশত চোটের কারণে হয়তো আরও আগে অভিষেক বা সুযোগ থাকলেও হয়তো হয়নি। এর বাইরেও কিছুদিন আগেই পাকিস্তানে ১৭২ রানের ইনিংস খেলেছে, লম্বা সময় ধরে খেলেছে, খুব ভালো খেলেছে। সব কিছু বিবেচনায় নিয়ে জাকেরকে আমরা এক ধাপ এগিয়ে রেখেছি।’


বিজ্ঞাপন


একজন পেসারের বদলে উকেটরক্ষ ব্যাটার নেওয়াতে অনেক প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে হান্নান বলেন, ‘কন্ডিশন এবং প্রতিপক্ষ বিবেচনায় পাকিস্তানে আমরা ৫ জন পেসার নিয়ে গিয়েছিলাম। সেই জায়গা থেকে এবার একজন কমিয়ে ৪ জন করা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে মিডল অর্ডারে ব্যাটিং শক্তি বাড়ানো প্রয়োজন। আর সেই চিন্তা থেকেই জাকেরকে নেওয়া।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর