বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

তামিম বিসিবির পরিচালকের দায়িত্ব নিচ্ছেন, সত্য নাকি গুঞ্জন? 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

তামিম বিসিবির পরিচালকের দায়িত্ব নিচ্ছেন, সত্য নাকি গুঞ্জন? 

২০২৩ সালে আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ২৪ ঘণ্টা পরই ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল খান। এরপত গত বছরের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তবে নানা নাটকীয়তার মধ্য দিয়ে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় এই তারকা ক্রিকেটারকে। এরপর বিপিএল থেকে গুঞ্জন উঠেছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দলে ফিরতে যাচ্ছেন তামিম! 

কিন্তু সেই থেকে তামিম খেলবেন কি খেলবেন না, এই ধাঁধার উত্তর আজও মেলেনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। কোমরের চোট যে ধরনের, তাতে পাঁচ দিনের টেস্টের ধকল নেওয়ায় ঝুঁকি আছে। তাই লাল বলে বাঁহাতি ওপেনারের ফেরার অনিচ্ছার কথা গোপন কিছু নয়। বাকি ছিল ওয়ানডে। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর বিদায় নেওয়ার ইচ্ছার কথাও কারো অজানা নয়। 


বিজ্ঞাপন


অভ্যুত্থান-পূর্ব বোর্ডের সবাই বিষয়টি সম্পর্কে অবগত। পরিকল্পনা ছিল, চ্যাম্পিয়নস ট্রফির আগে নভেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে ফিরবেন তামিম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনাও কতটুকু! এরই মাঝে গুঞ্জন আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে আসতে পারেন তিনি। শোনা যাচ্ছে পরিচালক হলে ক্রিকেট অপারেশনসের প্রধানও হতে পারেন। বিসিবির সূত্রের বরাত দিয়ে দেশের একাধিক গণমাধ্যম এই তথ্য জানায়।

এরই মাঝে বিসিবির পরিচালক পদ থেকে সুজনের পদত্যাগে এই গুঞ্জন আরও বেশি ডানা মেলে। জানা যায়, ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়াও পরিচালকদের অন্তত তিনটি পদ খালি রয়েছে। ধারণা করা হচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূসের স্থলাভিষিক্ত হতে পারেন তামিম।

এদিকে প্রশ্ন উঠেছে বোর্ডে আসতে হলে তামিম কিভাবে আসবেন। জানা যায়, ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হয়ে আসতে পারেন তিনি। যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ১০ ক্রিকেটার ও সব সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষাবোর্ড, বিকেএসপি ও কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন। এই ক্যাটাগরি থেকে ২০২১ সালে নির্বাচনে জয়ী হয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। ৪৩ ভোটের মধ্যে ৩৭ ভোট পেয়েছিলেন তিনি, তার একমাত্র প্রতিদ্বন্দ্বি নাজমুল আবেদীন ফাহিম পেয়েছিলেন ৩ ভোট।

সম্প্রতি তামিমের বিসিবির দায়িত্বে আসার গুঞ্জন আরও বেশি চোখ রাঙায় হোম অব ক্রিকেটে মিরপুরে তার আনাগোনা বাড়া নিয়ে। এদিকে আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় ক্রিকেটারদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিপ্রধান ফারুক আহমেদ ও ক্রিকেটার নাজমুল হোসেন শান্তসহ ভারত সফরে ডাক পাওয়া আরও ৯ ক্রিকেটারের সঙ্গে দেখা করেন তিনি।


বিজ্ঞাপন


তামিমের বিসিবির দায়িত্ব নেওয়াএ গুঞ্জন নিয়ে এখনও মুখ খোলেননি বিসিবির কেউ। তবে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফারুক প্রথম সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের করা প্রশ্নের জবাবে ফারুক বলেছিলেন, ‘আমি চাই তামিম আরও দুই-তিন বছর খেলবে। ওয়ানডে ফরম্যাটই হয়তো ভালো। আর যদি খেলতে না পারে, তাহলে বোর্ডে এলে আমি খুশি হব। সে সাবেক অধিনায়ক। তার মধ্যে নেতৃত্বগুণ আছে।’

ফলে শেষ পর্যন্ত তামিম বিসিবির দায়িত্ব এলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে টাইগার এই বাঁহাতি ওপেনার বিসিবির দায়িত্ব আসার গুঞ্জন সত্য হলে, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা দরজা বন্ধ হয়ে যাবে। কেননা নিয়ম অনুযায়ী যদি পরিচালক হয়ে যান তামিম, সেক্ষেত্রে তার পক্ষে আর ক্রিকেট খেলা সম্ভব হবে না। তবে তামিমকে বোর্ডে শেষ পর্যন্ত দেখা যাবে কিনা সেটা বলে দেবে সময়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর