সম্প্রতি শেষ হলো বাংলাদেশের পাকিস্তান টেস্ট সিরিজ। তবে বিশ্রাম নেয়ার সময় কই শান্ত-লিটনদের। মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে যে আবারও মাঠে নামতে হবে টাইগারদের। তবে এবার প্রতিপক্ষ আগের চেয়েও ভয়ঙ্কর; সদ্য টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দুই চক্রের ফাইনালিস্ট ম্যান ইন ব্লুরা।
যেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি পাঁচটি ভেন্যুতে খেলবে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট দুটি হবে যথাক্রমে চেন্নাই ও কানপুরে। তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ। আর এর মধ্যে দিয়ে প্রায় পাঁচ বছর পর ভারত সফরে যাচ্ছে শান্ত-সাকিবরা।
বিজ্ঞাপন
এর আগে ২০১৯-২০২০ সালে ভারতের বিপক্ষে সাদা পোশাকে খেলতে গিয়েছিলো টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ১৯ জুন। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে খেলতে নামবে শান্তরা।
টেস্ট সিরিজ শেষে পাঁচ দিনের বিশ্রাম শেষে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর ধর্মশালায় মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচে হবে ৯ ও ১২ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ দিল্লি এবং শেষ টি-টোয়েন্টি হবে হায়দরাবাদে।
বাংলাদেশ-ভারত সিরিজের চূড়ান্ত সময়সূচি-
|
ম্যাচ |
তারিখ |
সময় |
ভেন্যু |
|
১ম টেস্ট |
১৯-২৩ সেপ্টেম্বর |
সকাল ১০ টা |
চেন্নাই |
|
২য় টেস্ট |
২৭ সেপ্টেম্বর- ১ অক্টোবর |
সকাল ১০ টা |
কানপুর |
|
১ম টি-টোয়েন্টি |
৬ অক্টোবর |
সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট |
গোয়ালিয়র |
|
২য় টি-টোয়েন্টি |
৯ অক্টোবর |
সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট |
দিল্লি |
|
৩য় টি-টোয়েন্টি |
১২ অক্টোবর |
সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট |
হায়দরাবাদ |

