সম্প্রতি শেষ হলো বাংলাদেশের পাকিস্তান টেস্ট সিরিজ। তবে বিশ্রাম নেয়ার সময় কই? মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে যে আবারও মাঠে নামতে হবে টাইগারদের। তবে এবার প্রতিপক্ষ আগের চেয়েও ভয়ঙ্কর; সদ্য টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দুই চক্রের ফাইনালিস্ট ম্যান ইন ব্লুরা।
যদিও শান মাসুদ বাহিনীকে হোয়াইটওয়াশ করার পর এবার বাংলাদেশকে একটু ভিন্ন চোখেই দেখছে ভারতীয় ম্যানেজমেন্ট। তাই হুট করে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেনি বিসিসিআই। তাই দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ শেষে বাংলাদেশের বিপক্ষে ভারতের দল ঘোষণা ছিল সময়ের অপেক্ষা।
বিজ্ঞাপন
অবশেষ আজ আপাতত এক ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে স্কোয়াডে চমক বাঁহাতি পেসার। টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রাখলেন কিপার ব্যাটার ধ্রুব জুরেল।
অপরদিকে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ পন্থের। প্রত্যাশিত ভাবেই স্কোয়াডে রয়েছেন তিনি। ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রিশাব পান্থ সাদা পোশাকে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশ সিরিজ দিয়ে। পন্থের খেলা সবশেষ টেস্ট ম্যাচও ছিল বাংলাদেশের বিপক্ষেই, সেই ২০২২'এ। এদিকে জায়গা হয়নি মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারের।
১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারত তাদের প্রথম টেস্ট খেলবে। প্রথম টেস্টের আগে ভারতের লাল বলের খেলোয়াড়রা ১২ সেপ্টেম্বর চিপকে অনুশীলন শুরু করবে। একই ভেন্যুতে ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা এবং যশ দয়াল।
বিজ্ঞাপন