বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বৃষ্টিতে ভেস্তে গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

বৃষ্টিতে ভেস্তে গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

অক্টোবরে নারী বিশ্বকাপকে সামনে রেখে চলমান শ্রীলঙ্কা সফরের শুরুটা হতাশা দিয়েই শুরু হলো বাংলাদেশ ‘এ’ দলের। লঙ্কায় খেলতে এসে এর আগেও বারবার বৃষ্টিতেই পরিত্যক্ত হচ্ছে তাদের ম্যাচ।এবারও সেটাই হলো। প্রস্তুতির অংশ হিসেবে খেলতে আসা এই সিরিজের প্রথম ম্যাচটি একটি বল মাঠে গড়ানো ছাড়াই ভেসে গেছে বৃষ্টি ও বৈরি আবহাওয়ার প্রভাবে।

এখন অপেক্ষা সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডের, যা মাঠে গড়াবে আগামী মঙ্গলবার, কলম্বোর থুরস্তানে। এরপর দুই দল অংশ নেবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের, যা শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে। ‘এ’ দল নাম হলেও বাংলাদেশের এই দলটি গড়া হয়েছে মূলত জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েই। 


বিজ্ঞাপন


এক-দুইজন বাদে সিনিয়র দলে প্রায় সবাই আছেন এই স্কোয়াডে। এর মূল কারণ আসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, যা শুরু হবে আগামী ৩ অক্টোবর থেকে। বাংলাদেশের মেয়েদের এই বিশ্বকাপটি খেলার প্রস্তুতি থাকলেও গত সরকার পতনের প্রেক্ষাপটে আইসিসি বিশ্বকাপ সরিয়ে নেওয়ায় এখন তাদের নিতে হচ্ছে বাড়তি প্রস্তুতি।

সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই তাই শ্রীলঙ্কা সফরে রাখা হয়েছে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি থেকে শুরু করে জাহানার আলমরা। তবে অধিনায়কের দায়িত্বে রাখা হয়নি সিনিয়র খেলোয়াড়ের কাউকে। এই সফরে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে ১৯ বছর বয়সী রাবেয়াকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর