মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

পাকিস্তানকে সার্কাস বললেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানকে সার্কাস বললেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেট লম্বা সময় ধরেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ম্যান ইন গ্রিনরা গত বছর ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল অন্যতম ফেভারিট হিসেবে। তবে ভারতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তারা সেমিফাইনালেও ওঠতে পারেনি। এরপর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে, নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে শাহিন আফ্রিদিরা।

চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাজে পারফর্ম্যান্সের কারণেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। পাকিস্তান ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতার তালিকায় সবশেষ সংযোজন ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়া। বিশেষজ্ঞ থেকে ফ্যান, শান মাসুদদের তুলোধোনা করছে সবাই। দুটো টেস্টেই সব বিভাগে পাকিস্তানকে টেক্কা দেয় বাংলাদেশ। 


বিজ্ঞাপন


এছাড়া ম্যান ইন গ্রিনদের বোলারদের সমালোচনার মুখে পড়তে হয়। সিরিজ হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে প্রায় ছিটকে গিয়েছে বাবর-রিজওয়ানরা। যা নিয়ে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নেন দেশটির তারকা পেসার ইয়াসির আরাফাত। তার দাবি, ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে যথাযথ প্রস্তুতির সময় দরকার।

আরাফাত বলেন, 'একটা সিরিজ শেষ হয়েছে। দলের দুর্বলতা প্রকট হয়েছে। ফিটনেস সমস্যা, টেকনিক সমস্যা এবং পিচ। আমি শুনলাম জেসন গিলেসপি এবং হাই পারফরম্যান্স কোচ অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছে। তারমধ্যে তোমরা একদিনের টুর্নামেন্ট আয়োজন করছ। এই সিদ্ধান্তগুলো বোধগম্য নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা সার্কাস। সেখানে জোকাররা আছে।' 

'সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারমধ্যে একদিনের ক্রিকেটের প্রস্তুতি চলছে। শান মাসুদ সাংবাদিক সম্মেলনে বলছে পাকিস্তানের প্লেয়াররা দেড় বছরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেনি। ইংল্যান্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ সিরিজের আগে একদিনের সিরিজ খেলবে পাকিস্তান। এটা আমার কাছে সার্কাস। যারা ওখানে কাজ করছে তাঁরা জোকার। তাঁদের সিদ্ধান্ত হাস্যকর।' 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহিতে হতে পারে। পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম সিরিজেই মুখ থুবড়ে পড়ে দল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে শান মাসুদরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর