২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কদিন আগেই কোপা আমেরিকার শিরোপা জেতার মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন আনহেল দি মারিয়া, কলম্বিয়ার বিপক্ষে এই ফাইনালেও চোটে পড়েন লিওনেল মেসি যা থেকে এখনো সুস্থ হয়ে ওঠতে পারেননি তিনি। ফলে ১১ বছর পর এ দুজপ্নের কাউকে ছাড়া প্রথম মাঠে নামল আলবিসেলেস্তেরা।
তবে মেসি-দি মারিয়া না থকলেও দুর্দান্ত এক জয় তুলে নিতে বেগ পেতে হয়নি লিওনেল স্কালোনির শিষ্যদের। নতুন প্রজন্মের ফুটবলাররা নিজেদের দায়িত্বটা ঠিকঠাকভাবেই পালন করায় ৩-০ গোলের দুর্দান্ত কে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আলবিসেলেস্তেদের হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও বদলি হয়ে নামা পাওলো দিবালা।
বিজ্ঞাপন
দিবালা শুধু এ ম্যাচে গোলই করেননি, তিনি মাঠে নেমেছিলেন মেসির ১০ নম্বর জার্সি গায়ে। অবশ্য এই দিবালা আর্জেন্টিনা জাতীয় দলে হয়ে পড়েছিলেন অনেকটাই অনিয়মিত। কোপা আমেরিকাইয়ও স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। জায়গা হয়নি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডেও। তবে মেসি চোটে থাকায় কপাল খুলে তাঁর।
এদিকে দলে জায়গা পেয়েই মেসির ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামার সুযোগ হয় দিবালার। আর ফুটবল জাদুকরের জার্সিও গায়ে দিয়েই যেন সৌভাগ্যের পরশও পেয়েছেন দিবালা। ম্যাচের শেষদিকে ম্যাক অ্যালিস্টারের বদলি হয়ে মাঠে নেমে গোলের দেখাও পেয়েছেন তিনি।
মাঠে ফিরেই গোল করা দিবালা ম্যাচ শেষে বলেন, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার (১০ নম্বর জার্সি) প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে, আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’
আবার আলবিসেলেস্তদের দলে ফেরা নিয়ে তিনি বলেন, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না...কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’

