বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

মেসির মাঠে ফেরা নিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

মেসির মাঠে ফেরা নিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ

কোপা আমেরিকার ফাইনালে অ্যঙ্কেলে চোট পাওয়ার পর লিওনেল মেসির মাঠে ফেরা নিয়ে খবর কম হয়নি। তবে এতদিন আর্জেন্টাইন তারকার মাঠে ফেরার সময় জানাতে পারেনি কেউ। আগামীকাল মেসিকে ছাড়ায় বাংলাদেশ সময় ভোর ৬টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চিলির মুখোমুখি হবে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির ফেরা নিয়ে কথা বলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। 

মেসির ফেরা নিয়ে ইতিবাচক বার্তা দিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘স্কোয়াড দেওয়ার আগে আমি মেসির সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম, এটা জানতে যে সে কেমন আছে। সে অনুশীলন করেনি, তাই তাকে এই স্কোয়াডে রাখা সম্ভব ছিল না। সে আমাকে বলেছিল যে, সে উন্নতি করছে এবং ইন্টার মিয়ামির হয়ে মাঠে ফেরাটা সময়ের ব্যাপার মাত্র। তিনি তার দলের সাথে খেলেছেন। আশা করি তিনি পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে তাকে পাওয়া যাবে।’


বিজ্ঞাপন


আর্জেন্টিনার বাজে সময় এসে গোটা দলকে বদলে দেন স্কালোনি। যেখানে মেসিকে সামনে রেখে দলের পরিকল্পনা সাজিয়েছেন এই আলবিসেলেস্তাদের কোচ। যার ফল হিসেবে বিশ্বকাপ ও টানা দুটি কোপা আমেরিকা জিতেছেন তিনি। কিন্তু বরাবরই অতীত দিয়ে তাকে ও তার বর্তমান ও ভবিষ্যৎ নির্ধারণ করতে গেলে তা ভুলই হবে বলে আসেন এই কোচ। 

চিলির বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এদিনও এমনটা জানালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘আমি চক্রটি বিশ্লেষণ করার কেউ নই। এটি খুব চমৎকার একটা মুহূর্ত, যা পাঁচ বছর আগে কেউ ভাবতেও পারেনি। অবশ্যই কঠিন সময় আসবে এবং আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং আবার চেষ্টা করার জন্য প্রস্তুত থাকতে হবে।’ 

‘যেমনট এই ছেলেরা বারবার দেখিয়েছে। আমাদের এগিয়ে যেতে হবে, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে পারি না। আমাদের জন্য এটাই যথেষ্ট ছিল যে লোকেরা খুশি হয়েছে। আমি মনে করি দলটা তাদের সামনে আরও আনন্দ দিতে পারে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর