বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বর্ষসেরা কোচের তালিকায় আছেন যারা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

বর্ষসেরা কোচের তালিকায় আছেন যারা 

২০২৪ সালের সেরা কোচ কে? প্রশ্নটির উত্তর খুঁজতেই একটা তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। যেখানে বর্ষসেরার দৌড়ে মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির পাশাপাশি রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, বায়ার লেভারকুজেনের জাবি আলোনসো, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, আটালান্টার জান পিয়েরো গাস্পেরিনি ও স্পেনের লুইস দে লা ফুয়েন্তে। যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে কারোর হাতে উঠতে পারে মুকুট।
 
এর মধ্যে দৌড়ে এগিয়ে আছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের অধীনে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ ডাবলস জিতেছে রিয়াল মাদ্রিদ। আলোনসো পাল্টে দিয়েছেন জার্মান ফুটবলের ইতিহাস। স্প্যানিশ এই কোচ গুঁড়িয়ে দিয়েছেন বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব।

আলোনসোর দারুণ কোচিংয়ে লেভারকুজেন জেতে স্বপ্নের প্রথম বুন্দেসলিগা ট্রফি। তাও আবার অপরাজিত দল হিসেবে! গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৫১ ম্যাচ অজেয় থাকে আলোনসোর লেভারকুজেন। ত্রিমুকুট জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল তারা। কিন্তু দুটি ফাইনাল হেরে যায় জার্মান ক্লাবটি।


বিজ্ঞাপন


যার একটি ছিল উয়েফা ইউরোপা লিগে। সেই ফাইনালে লেভারকুজেনকে কাঁদিয়ে আটালান্টা ৬১ বছর পর বড় কোনো ট্রফির স্বাদ পায়। ইতালিয়ান ক্লাবটির বহু বছরের অপেক্ষার অবসান ঘটান গাস্পেরিনি। যার পুরস্কার হিসেবে বর্ষসেরা কোচের লড়াইয়ে চলে এসেছেন ইতালিয়ান কোচ।

অনুমিতভাবেই সেরা কোচের দৌড়ে আছেন গার্দিওলা। তার অধীনে টানা চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। যা লিগের ইতিহাসে কোনো দলের টানা এতোবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড। সেরার মনোনয়ন পাওয়া অন্য দুজন জাতীয় দলের কোচ।

গত জুলাইয়ে স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতান লা ‍ফুয়েন্তে। প্রায় একই সময় আর্জেন্টিনা ধরে রাখে কোপা আমেরিকার রাজত্ব। যেটির নেপথ্য নায়ক স্কালোনি। দুজনই আছেন দৌড়ে। আগামী ২৮ অক্টোবর প্যারিসে সেরা কোচের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠানে আরও কিছু ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর