প্রতি মাসের সেরা ক্রিকেটারদের আলাদাভাবে পুরষ্কার প্রদান করে থাকে আইসিসি। আজ বৃহস্পতিবার আইসিসির অগাস্ট মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের’ তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গায় পেয়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশাভ মহারাজ, ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডেন সিলস ও শ্রীলঙ্কান স্পিনার দুনিথ ওয়েলালাগে।
এছাড়া মেয়েদের সেরার লড়াইয়ে আছেন শ্রীলঙ্কার হারশিথা সামারাউইক্রামা, আয়ারল্যান্ডের ওর্লা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইস। মহারাজের সামনে দ্বিতীয়বার মাস সেরার স্বীকৃতি জেতার সুযোগ।
বিজ্ঞাপন
এর আগে ২০২২ সালের এপ্রিলের প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। এবার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১৩ উইকেট নিয়ে। সিরিজটি ১-০ ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা।
মহারাজ দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। দেশের হয়ে সাদা পোশাকে তার উইকেট এখন ১৭১টি। একই সিরিজে সিলস দুই ম্যাচে মোট ১২ উইকেট নেন। গড় ১৮.০৮। তার মধ্যে ৯ শিকারই ধরেন তিনি দ্বিতীয় টেস্টে।
এদিকে দুনিথ ওয়েলালাগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমৎকার বোলিং করে মাস সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন। তিন ম্যাচের সিরিজে ৭ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। সিরিজটি ২-০ ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ টাই হয়েছিল।