বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালককে সিরিজ সেরা অর্থ দিলেন মিরাজ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালককে সিরিজ সেরা অর্থ দিলেন মিরাজ 

ক্রিকেটের অভিজাত ফরম্যাট বলা হয় টেস্টকে। আর যেখানে বাংলাদেশের অতীত পরিসংখ্যান দেখলে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। অথচ সেই ম্যান ইন গ্রিনদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করল টাইগাররা। যেখানে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে এই সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। আর সেই সিরিজ সেরার পুরষ্কারের অর্থ উৎসর্গ করার ঘোষণা করলেন ছাত্র আন্দোলনে নিহত এক রিকশা চালকের পরিবারের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন মিরাজ।

তিনি লেখেন, ‘পাকিস্তানের মাটিতে তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো ২-০ তে টেস্ট সিরিজ জয়। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে পুরো সিরিজজূড়ে অবদান রাখতে পেরে আমি অনেক বেশি আনন্দিত ও গর্বিত। 
এই অবদান উৎসর্গ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ভাই-বোন ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ সকলের প্রতি।’


বিজ্ঞাপন


সিরিজসেরা হয়ে টাইগার এই অলরাউন্ডার ৫ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার পেয়েছেন। সেই অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়ে মিরাজ বলেন, ‘ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে এক রিকশাচালক আহত হয়েছিলেন, পরে তিনি মারা যান। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তার পরিবারকে দেবো।’

বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দুঃসময় পার করে আসা বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। দেশ আমাদের একটাই, আমরাই বাংলাদেশ।’
  
মেহেদী হাসান মিরাজ দুই ম্যাচের টেস্ট সিরিজে রান করেছেন ১৫৫, বিপরীতে বল হাতে উইকেট শিকার করেন মোট ১০টি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের সঙ্গে গড়েন ঐতিহাসিক এক জুটি। মিরাজের ব্যাট থেকে আসে অনবদ্য ৭৮ রানের ইনিংস। এর সুবাদে তিনি জিতেন আরও এক পুরষ্কার, এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর