রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক ম্যানইউ কোচকে সবচেয়ে বাজে বললেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

সাবেক ম্যানইউ কোচকে সবচেয়ে বাজে বললেন ডি মারিয়া

কদিন আগেই আর্জেন্টিনার জার্সিখানা তুলে রেখেছেন আনহেল ডি মারিয়া। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতা এই তারকা ক্যারিয়ারের দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। বর্ণিল ক্যারিয়ারে অনেক কোচের অধীনেই খেলেছেন তিনি। তাদের মধ্যে সবথেকে বাজে কোচ কে ছিলেন তা নিয়েই মুখ খুলেছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফুটবলার।

নিজের ক্যারিয়ারের সবথেকে বাজে কোচ হিসেবে লুইস ফন গালকে বেছে নিয়েছেন ডি মারিয়া। ইসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে অকপটেই এ কথা স্বীকার করেছেন তিনি।


বিজ্ঞাপন


ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় এক মৌসুমের জন্য ফন গালকে কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া। তখনই ডাচ এই কোচের ব্যাপারে তাঁর ধারণা পাল্টে যায়। ফন গালকে নিয়ে ডি মারিয়া বলেন, ‘সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফন গাল, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম।’

২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফন গালের নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ দারুণ উত্তাপ ছড়িয়েছিল। সেই ম্যাচের আগে ডি মারিয়াকে নিয়া কথা বলেছিলেন ফন গাল। তিনি বলেছিলেন, ‘আনহেল দি মারিয়া ভালো খেলোয়াড়। সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলত, তখন ব্যক্তিগত পর্যায়ে তার অনেক সমস্যা ছিল।’

0_GettyImages-454289828

এদিকে সবথেকে সেরা কোচ হিসেবে লিওনেল স্কালোনিকে ‘অন্যতম সেরাদের একজন’ হিসেবে বেছে নিয়েছেন ডি মারিয়া। তাঁর অধীনেই ৩৬ বছরের শিরোপাখরা কাটে আলবিসেলেস্তেদের। একই সঙ্গে আর্জেন্টিনার সাবেক কোচ আলেহান্দ্রো সাবেলা এবং ডিয়েগো ম্যারাডনার নামও নিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


ম্যারাডোনাকে নিয়ে ডি মারিয়া বলেন, ‘আমি তাকে কোচ হিসেবে দেখি না। সে আমার কাছে একজন বন্ধু, ভাই এবং বাবার মতো ছিল। আমাকে নিয়ে যত বেশি সমালোচনা হয়েছে, সে আমাকে তার চেয়ে বেশি সমর্থন দিয়েছে। আমি আগেও বলেছি, লিও সর্বকালের সেরা। কিন্তু ডিয়েগো হচ্ছে ডিয়েগো। আমার জন্য, আর্জেন্টিনার জন্য এবং বিশ্বের জন্য।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর