বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইউএস ওপেনে অঘটন, দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় আলকারাজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

ইউএস ওপেনে বড় আশা নিয়েই এসেছিলেন কার্লোস আলকারাজ। এর আগে তিন আসরে কমপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। এই আসরে গ্রান্ডস্লাম জিতলে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের রেকর্ড করতে পারতেন তিনি।

কিন্তু অবাক করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে হেরে ছিটকে গেলেন বিশ্বের তিন নম্বর স্পেনের কার্লোস আলকারাজ। দ্বিতীয় রাউন্ডের খেলায় আলকারাজ নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্পে কাছে হেরে গেছেন ৬-১, ৭-৫, ৬-৪ ব্যবধানে। টুর্নামেন্টে পুরুষ একক বিভাগ থেকে আলকারাজকে ছিটকে যাওয়া রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। কারণ নেদারল্যান্ডের তারকা বোটিক ফন ডে জান্ডসচুলপ র‍্যাঙ্কিংয়ে ৭৪তম বাছাই।


বিজ্ঞাপন


আলকারাজকে হারিয়ে বোটিক বলেন, “আমি শব্দ হারিয়ে ফেলেছি। অসাধারণ একটা রাত। এই স্টেডিয়ামে প্রথম বার রাতে খেলতে নেমেছিলাম। দুর্দান্ত দর্শক।” গত ম্যাচে ডেনিস শাপোভালভকে হারিয়ে দিয়েছিলেন বোটিক। তিনি বলেন, “আগের ম্যাচের জয় আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছিল। প্রথম পয়েন্ট থেকেই আমি লড়ছিলাম। বুঝতে পারছিলাম যে এই ম্যাচ আমি জিততে পারি।”

২০২১ সালের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হেরে গিয়েছিলেন আলকারাজ। এরপর থেকে এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে হারলেন তিনি। গোটা ম্যাচে মাত্র দুইটি এস মারেন আলকারাজ। প্রথম সেটে তিনি প্রায় দাঁড়াতেই পারেননি ডাচ টেনিস তারকার সামনে। দ্বিতীয় সেটে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন স্প্যানিশ তারকা। কিন্তু জিততে পারেননি। 

তাতে চলতি বছরে ফরাসি ওপেন এবং উইম্বলডন জিতে ইউএস ওপেনে খেলতে নেমেছিলেন কার্লোস আলকারাজ। কিন্তু একই বছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল তার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর