রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাকিবকে নিয়ে যে সিদ্ধান্ত জানাল বিসিবি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

সাকিবকে নিয়ে যে সিদ্ধান্ত জানাল বিসিবি 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত চরিত্রের একজন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ক্রিকেটার হওয়ার পাশাপাশি ছিলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য।

আর এখানেই বেধেছে বিপত্তি, ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও সংসদ সদস্যের নামে হয়েছে হত্যা মামলা। যার মধ্যে পড়েছে সাকিব আল হাসানের নামও। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন তার বাবা রফিকুল ইসলাম। মামলার এজাহারে ২৮ নম্বর আসামি করা হয় সাকিব আল হাসানকে। 


বিজ্ঞাপন


আর এখানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দোটানা। তবে অবশেষে সাকিব বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে বিসিবি। বিসিবি মঙ্গলবার (২৭ আগস্ট) ঘোষণা করেছে যে অলরাউন্ডার সাকিব আল হাসান সাম্প্রতিক বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার সময় একটি খুনের মামলায় নাম উঠে এলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন।

তবে প্রশ্ন উঠেছে সাকিব দেশে আসবে নাকি বাহিরে থেকে বাংলাদেশের হয়ে সিরিজ খেলবে। এ নিয়ে আজ বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলে বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এ সময় সাকিব প্রসঙ্গে তিনি বলেন, সাকিবের ব্যাপারে ভারত সিরিজের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

ফারুক বলেন, ‘ওর এনওসি নেওয়া আছে। ভারত সিরিজ বাইরে থেকে এসেই খেলবে। ভারত সিরিজের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ এর আগে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি জানিয়েছিল, সাকিবের শাস্তি হওয়ার আগপর্যন্ত তাকে ছাড় দেওয়া হবে। এর আগপর্যন্ত খেলা চালিয়ে যাবেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।

এছাড়া টাইগার অলরাউন্ডারের কাউন্টি ক্রিকেটে খেলার ব্যাপারটিও নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। অর্থাৎ ভারত সিরিজের আগে দেশে ফিরবেন না সাকিব।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর