বিশ্ব টেনিসে পুরুষ এককে সবথেকে বেশি গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচ। গত বছর ইউএস ওপেন জিতে ২৪টি গ্র্যান্ড স্লাম জয় নিশ্চিত করেন তিনি। এরপর থেকেই আছেন ২৫তম শিরোপার খোঁজে। সে লক্ষ্য নিয়েই আরও একবার ইউএস ওপেনে হাজির সার্বিয়ান এই তারকা, আজ প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি, মলদোভার রাদু আলবোতের বিপক্ষে ম্যাচটি জিতেও নিয়েছেন তিনি।
আর একটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেই ছেলে-মেয়ে মিলিয়ে সবথেকে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের রেকর্ড গড়বেন জোকোভিচ। সে লক্ষ্য শুরুটাও রেকর্ড গড়েই করেছেন সার্বিয়ান এই তারকা। আলবোতের বিপক্ষে ম্যাচটি জিতে নিয়েছেন অনায়াসেই।
বিজ্ঞাপন
কদিন আগেই অলিম্পিকে সোনা জিতে ক্যারিয়ারের অপূর্ণতা ঘোচানো জোকোভিচ আজ ১ম রাউন্ডের ম্যাচটি জিতে নিয়েছেন ৬-২, ৬-২, ৬-৪ গেমে ।
আলবোতকে হারিয়ে টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরারকে ছুঁয়েছেন জোকোভিচ। ফেদেরার ইউএস ওপেনে জিতেছেন ৮৯টি ম্যাচ। আর আলবোতের বিপক্ষে জিতে এ টুর্নামেন্টে নিজের ৮৯ তম জয় নিশ্চিত করেছেন সার্বিয়ান এই তারকা। ফ্ল্যাশিং মিডোতে ১৮ বার খেলতে এসে ১৮ বারই প্রথম রাউন্ড পেরিয়েছেন জোকোভিচ।
দারুণ এই জয়ের পর জোকোভিচ বলেন, ‘শুরুটা তো সব সময়ই চ্যালেঞ্জিং হয়। আর আমি তো এই সারফেসে (হার্ড কোর্ট) পাঁচ-ছয় মাস খেলিনি। অলিম্পিকে ক্লে কোর্টে খেলার পর এখানে খেলতে এলাম। ইউএস ওপেনের আগে কোনো আনুষ্ঠানিক ম্যাচও খেলিনি। তাই আশঙ্কা করেছিলাম হয়তো শুরুর দিকে চ্যালেঞ্জের মুখে পড়ব।’