বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

এখনো ইতিহাস গড়তে চান জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

loading/img

টেনিসের সর্বকালের সেরা খেলোয়াড় কে- এই প্রশ্নের উত্তরে নোভাক জোকোভিচের নাম নিলে কেউই হয়তো অবাক হবেন না। সার্বিয়ান এই তারকা বর্তমানে পুরুষদের এককে সবথেকে বেশি গ্র্যান্ডস্লাম জিতেছেন। ২৪টি গ্র্যান্ডস্লাম জিতে এ তালিকার শীর্ষে তাঁর অবস্থা, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল জিতেছেন ২২টি। ক্যারিয়ার সায়াহ্নে থাকা নাদাল আর জিততে পারবেন কি না তা নিয়ে আছে সংশয়, তবে জোকোভিচ এখনও টেনিস কোর্টে দাপিয়ে বেড়াচ্ছেন, ফলে সংখ্যাটা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে তাঁর সামনে। 

গ্র্যান্ডস্লাম জয়ের সংখ্যাটা আরও একটু এগিয়ে নিতেই এবার মাঠে নামছেন জোকোভিচ। ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্য নিয়ে গত এক বছর ধরেই ছুটছেন তিনি। তবে এ বছরের তিনটি গ্র্যান্ডস্লামের কোনোটিই জেতা জয়নি তাঁর। তবে ক্যারিয়ারের অপুর্ণতা অবশ্য দূর করেছেন তিনি। প্যারিস অলিম্পিকে পুরুষ এককে সোনা জিতেছেন সার্বিয়ান এই তারকা।


বিজ্ঞাপন


এদিকে ক্যারিয়ারের অপূর্ণতা দূর হকেও এখনই থামতে চান না জোকোভিচ। তিনি চান আরও ইতিহাস গড়তে। ইউএস ওপেনে মাঠে নামার আগে এমন কথাই জানিয়েছেন তিনি। জোকোভিচ বলেন, ‘মানুষ হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারে, “ওই সোনালি পদকটা গলায় তোলার পর তো বাস্তবিক সবকিছুই জিতে গেছেন, আর কী জেতার আছে?” তাড়নাটা আমার এখনো আছে। আমার এখনো লড়াই করার মানসিকতা আছে। আমি এখনো চাই আরও ইতিহাস গড়তে, আর চাই ট্যুরটা উপভোগ করতে।’

জোকোভিচ সবশেষ গ্র্যান্ডস্লাম জিতেছেন এই ইউএস ওপেনেই। গতবছরই এ শিরোপা নিজের করে নিয়েছেন। এবার তাঁর সামনে সুযোগ থাকছে এ টুর্নামেন্টে একটি রেকর্ড গড়ারও। রজার ফেদেরারের পর পুরুষ এককে টানা দুইবার এ শিরোপা জয়ের সুযোগ রয়েছে তাঁর সামনে।

২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত সময়ে টানা পাঁচবার এ কীর্তি গড়েছিলেন জোকোভিচ। এরপর আর কেউ এ কীর্তি গড়তে পারেননি। এ বিষয়ে জোকোভিচ বলেন, ‘আমার জানা ছিল না এত লম্বা সময় পার হয়ে গেছে। আশা করছি, এ বছর বদলে যাবে তা। আমি বলতে চাইছি, এটাই লক্ষ্য। ফাইনাল পর্যন্ত যাওয়া ও ট্রফির জন্য লড়াই করার চেষ্টা করাটাই তো সব সময় আমার লক্ষ্য। এ বছরও আমার মানসিকতা ও উদ্দেশ্য এমনই আছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন