রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সাকিব ভাই দেশের বড় সম্পদ, এমন মামলা অপ্রত্যাশিত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

‘সাকিব ভাই দেশের বড় সম্পদ, এমন মামলা অপ্রত্যাশিত’

গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গত ৫ আগস্ট আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন গার্মেন্টসকর্মী রুবেল। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট একটি হাসাপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় খুনের নির্দেশদাতা হিসেবে সাকিবসহ আরও ৪০০-৫০০ জনের নামে মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। অভিযুক্ত হওয়ায় সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব ৫ আগস্ট ছিলেন কানাডায়। বাংলা টাইগার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি। সেদিন পতন হয় আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের, সাকিবও এমপি হিসেবে ক্ষমতা হারান। এখন পাকিস্তানে টেস্ট খেলায় ব্যস্ত বাংলাদেশ অলরাউন্ডার। রাওয়ালপিণ্ডিতে চলছে প্রথম টেস্টের পঞ্চম দিন। এ ম্যাচ শেষ হলে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড। 


বিজ্ঞাপন


এমন সময় সাকিবের পাশে দাঁড়াচ্ছেন তার সতীর্থরা। এবার বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমন মামলা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের মামলা অপ্রত্যাশিত বলে লেখেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’

shanto_shakib_post

এর আগে জাতীয় দলের পেসার রুবেল হোসেন ফেসবুকে এক স্ট্যাটাসে টাইগার অলরাউন্ডারকে নিয়ে লেখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ। যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব  ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।’


বিজ্ঞাপন


শরিফুল ইসলাম সাকিবের সঙ্গে ২টি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান। আছে, থাকবে। সাব্বির রহমান লিখেছেন, ‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।’

এদিকে সাকিবকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে বলে জানিয়ে ফেসবুক এক পোস্টে মুমিনুল বলেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’ 

তিনি আরও লিখেছেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর