বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

আইপিএলের প্রভাব, ভারতের জাতীয় দলে কাশ্মীরের উমরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

আইপিএলের প্রভাব, ভারতের জাতীয় দলে কাশ্মীরের উমরান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে নতুন কয়েকজন উদীয়মান ক্রিকেটার পেয়েছে ভারত। তাদের মধ্যে গতি ঝড় তুলে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেন কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক । এছাড়া ভালো বোলিং করছেন অর্শ্বদীপ সিং। তাই আগামী মাসে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন এ দুজন। প্রথমবারের মতোর  গায়ে জড়ানোর সুযোগ পাবেন জাতীয় দলের জার্সি। 

আজ প্রোটিয়াদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ১৮ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  সেখানে প্রভাব আছে এবারের আইপিএলে ভালো পারফরম্যান্স দেখানো ক্রিকেটাদের। আইপিএলে ভাল খেলার ফলে দলে এসেছে একাধিক নতুন মুখ। 


বিজ্ঞাপন


বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের। কারণ এ সিরিজের পরই যে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট। সে দলে রাখা হয়েছে তাদের। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এছাড়া ২০১৯ সালে ভারতের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা দীনেশ কার্তিকও ফিরেছেন দলে। এ বারের আইপিএলে ফিনিশার হিসাবে দুর্দান্ত ছন্দে রয়েছেন কার্তিক। ভারতের মাটিতে ৯ জুন থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে তাই রাখা হয়েছে তাকে। দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়াও।

ভারতের টি-টোয়েন্টি দল
লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (সহ-অধিনায়ক, উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আবেশ খান, অর্শ্বদীপ সিং, উমরান মালিক। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর