বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য আর্জেন্টাইন ফুটবলারের প্রার্থনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৪, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য আর্জেন্টাইন ফুটবলারের প্রার্থনা

দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। আন্দোলনের শুরু থেকেই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে এসেছেন দেশের সব ধরনের মানুষ। দেশের বাইরে থেকে শিক্ষার্থীদের এই ইস্যুতে পাশে দাড়িয়েছেন অনেকে। এবার সেই তালিকায় শিক্ষার্থীদের পাশে দাড়ালেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও। 

আজ ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ছাত্রদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন এনজো। যেখানে বাংলাদেশি লাল-সবুজ পতাকার সামনে চোখ বাঁধা একটি ছেলের গ্রাফিক্সের ছবি পোস্ট করেন তিনি। যেখানে তিনি ক্যাপশনে জুড়ে দিয়ে লেখেন, ‘আমার সকল বাংলাদেশি ভক্তরা, আমি আপনাদের কথা সুনতে পাচ্ছি এবং আপনাদের জন্য প্রার্থনা করছি।’


বিজ্ঞাপন


enzo

এর আগে গত মাসের ২৯ জুলাইও বাংলাদেশে আক্রান্তদের প্রার্থনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এনজো তার ফেসবুকে লিখেছিলেন, ‘বাংলাদেশে যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইলো।’

গত বিশ্বকাপের সময়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনার খেলা দেখার দৃশ্য নিয়ে মাতামাতি হয় আর্জেন্টিনাজুড়ে। লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেন, কৃতজ্ঞতা জানান। আর্জেন্টাইনরা এরপর থেকেই বাংলাদেশকে নিয়ে বাড়তি আবেগ দেখাচ্ছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর