ইউরোপ ছেড়ে সৌদি আরবের লিগে পাড়ি জমালেও নেইমার এখনো ফুটবলবিশ্বের বড় তারকা। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। কাতার বিশ্বকাপেও ব্রাজিলের সেরা পারফর্মার তিনিই ছিলেন। তবে এখন কঠিন সময় পার করছেন নেইমার জুনিয়র। ইনজুরির কারণে গত বছরের অক্টোবর থেকে খেলার বাইরে তিনি। যা থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি, খেলতে পারেননি সর্বশেষ কোপা আমেরিকাও। চোট থেকে সেরে ওঠার দীর্ঘ এক প্রক্রিয়া মধ্য দিয়ে যেতে গিয়ে সেই তিক্ত অভিজ্ঞতাই হয়েছে নেইমারের।
ব্রাজিল তারকা জানিয়েছেন, ফের মাঠে ফেরার ব্যাপারে হাল ছেড়ে দেওয়ার চিন্তাও পেয়ে বসেছিল তাকে কয়েকবারই। গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের খেলার সময়ে বাম হাঁটুতে চোট পান নেইমার। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। অস্ত্রোপচারের পর থেকে এখনও চলছে সেরে ওঠার প্রক্রিয়া। মাঠের বাইরে থাকার পাশাপাশি শতভাগ সুস্থ হওয়ার জন্য দিনের পর দিন যেসব কার্যক্রমে অংশ নিতে হচ্ছে, সেটাই ক্লান্ত করে তুলছে সাবেক বার্সেলোনা তারকাকে।
বিজ্ঞাপন
সেলেসাও তারকা স্বীকার করেছেন চোটের সঙ্গে লড়তে আর পুনরুদ্ধারের প্রক্রিয়া চলাকালীন খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবছিলাম। ইনস্টাগ্রামে নিজের সেরে ওঠার এই কঠিন সময় নিয়ে নেইমার লেখেন, 'আমি এই চোটে পড়ার পর থেকে সময়টা খুব কঠিন ছিল। এমনও কিছু দিন গেছে, যখন মনে হয়েছে যে আমি হাল ছেড়ে দেই। এসবের মধ্য দিয়ে যাওয়া কঠিন।'
কিন্তু এই চোট নিয়ে ভেঙে না পড়ে লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছেন এই তারকা। তিনি বলেন, 'কিন্তু আমি এমন একজন যোদ্ধা, যে কিনা সে যা চায়, তা না পাওয়া পর্যন্ত থামবে না! ঈশ্বর আমার শক্তি ও আমার সাহসের জায়গা। আমরা প্রতিদিন যুদ্ধ চালিয়ে যাব।'
গত বছর পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে দুই বছরের চুক্তিতে যোগ দেন নেইমার। তবে চোটের কারণে সেভাবে খেলতেই পারেননি নতুন ক্লাবের হয়ে। মোটে খেলতে পারেন পাঁচটি ম্যাচ। গত মাসে শেষ হওয়া কোপা আমেরিকাও মিস করেন নেইমার। আল হিলাল কোচ হোর্হে হেসুস সম্প্রতি বলেছেন, তিনি আশা করছেন নেইমার আগামী সেপ্টেম্বর থেকে মাঠে ফিরতে পারেন।