বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

রোলাঁ গারোর লাল দুর্গে শেষ ম্যাচটি খেলে ফেললেন নাদাল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বিশ্ব টেনিসের অন্যতম কিংবদন্তি রাফায়েল নাদাল। নিজের ক্যারিয়ারে তিনি গ্র্যান্ডস্লাম জিতেছেন ২২টি, আছেন সবথেকে বেশি গ্র্যান্ড স্লাম জয়ীদের তালিকার দুইয়ে, তাঁর চেয়ে ২টি বেশি জিতে এ তালিকায় শীর্ষে আছেন নোভাক জোকোভিচ। গত দুই বছর টানা চোটের সঙ্গে লড়াই না করতে হলে হয়তো সংখ্যাটা আরও একটু বাড়িয়েই নিতেই পারতেন নাদাল। চোট কাটিয়ে মাঠে ফেরা নাদাল লড়ছিলেন প্যারিস অলিম্পিকে, তবে ছেলেদের একক ইভেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পর গতকাল দ্বৈত ইভেন্ট থেকেও ছিটকে গেছেন এই স্প্যানিয়ার্ড।

একক ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের কাছে হেরে বাদ পড়েছেন নাদাল। কার্লোস আলকারাজকে নিয়ে দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না, অস্টিন ক্রাইচেক ও রাজীব রাম জুটির কাছে ৬–২, ৬–৪ সেটে হেরে বাদ পড়েছেন তিনি।


বিজ্ঞাপন


গতকাল এই ইভেন্টের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রোলাঁ গারো স্টেডিয়ামে। নাদালের ক্যারিয়ারে এই ভেন্যুর তাতপর্য অবিস্মরণীয়। স্প্যানিশ এই তারকার জেতা ২২টি গ্র্যান্ডস্লামের ১৪টিই এসেছে এই ভেন্যুতে। এ কারণেই ক্লে কোর্ট বা রোলাঁ গারোর লাল দুর্গের রাজাও বলা হয় তাকে।

66aad55053ed1.image

ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল অনুষ্ঠিত হয় ফিলিপে শাত্রিয়েতে। এখানেই কাল হেরেছেন নাদাল-আলকারাজরা। হারের পর ভেন্যু ছাড়ার সময়ে আবেগতাড়িত হয়েই পড়েছিলেন নাদাল। ৩৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় আর এই কোর্টে খেলতে নামতে পারবেন কি না তা কেবল সময়ই বলতে পারবে।

নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই ভেন্যুতে এবারই শেষ কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘হতে পারে, আসলে আমি জানি না। এখানে (প্যারিসে) যদি শেষবারের মতো খেলে থাকি, তাহলে এটা আমার জন্য অবিস্মরণীয় ও আবেগঘন অনুভূতি। যতবার আমি এই কোর্টে নেমেছি, তাঁরা (দর্শকেরা) আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন।’


বিজ্ঞাপন


আবার এখানে খেলতে পারবেন কি না তা নিজেও নিশ্চিত নন নাদাল, তিনি বলেন, ‘এটা (দর্শকদের উপস্থিতি ও সমর্থন) আমার জন্য বিশেষ ব্যাপার, বিশেষ করে এই জায়গায়। তাঁদের নিয়ে আমার মনে যে আবেগ তৈরি হয়েছে, সে জন্য সবাইকে ধন্যবাদ জানানো যথেষ্ট নয়। আমি জানি না ভবিষ্যতে কী ঘটতে চলেছে। তবে এটিই যদি শেষবার হয়, তাহলে আমি বলব মুহূর্তগুলো উপভোগ করেছি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর