লম্বা সময় ধরেই বাজে সময় পার করছেন রাফায়েল নাদাল। তিনি একের পর চোটে ভুগেছেন, গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়েছে বেশ কয়েকবার। চোটের কারণে প্যারিস অলিম্পিকে খেলতে পারবেন কি না তা নিয়েও ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে এবারের আসরে খেলেছেন তিনি।
একক ইভেন্টে প্রথম রাউন্ড পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন ২২ বারের এই গ্র্যান্ডস্লামজয়ী। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন নোভাক জোকোভিচ। দীর্ঘদিনের প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমে নাদাল অবশ্য খুব একটা ভালো করতে পারেননি।
বিজ্ঞাপন
প্রথম সেটটি ৬-১ গেমে হারের পর দ্বিতীয় সেটে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন নাদাল। তবে শেষ পর্যন্ত পারেননি ২৪ বারের গ্র্যান্ডস্লামজয়ী জোকোভিচের বিপক্ষে, হারেন ৬-৪ গেমে। হার নিশ্চিত হওয়ার পর নাদাল বিরক্তি প্রকাশ করেছেন অবসর নিয়ে প্রশ্ন করায়।
চোট কাটিয়ে মাঠে ফেরার আপ্রাণ চেষ্টা করা নাদাল বলেন, ‘রোজ রোজ একই প্রশ্ন? প্রতিদিন আপনারা চাইছেন আমি অবসর নিই, প্রতিদিন। আমি চেষ্টা করছি প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার। কিন্তু প্রতিদিন এটা আমার শেষ ম্যাচ ভেবে খেলা সম্ভব নয়। আমি এখানে এসেছি নিজের সেরাটা দিতে। যেদিন অবসর নেব বা অবসর নেওয়ার কথা ভাবব, আমি আপনাদের জানিয়ে দেব। এখন আমি খেলাটা উপভোগ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘গত দুই বছরে আমি বেশ কয়েকবার চোটে পড়েছি। এখন আমার মনে হয় আমি আর আগের মতো খেলার অবস্থায় নেই। আমি যদি শারীরিকভাবে অনুভব করি যে আর সামনে এগোনো সম্ভব না, তখনই আমি অবসর নেব। আর সেটা আপনাদের জানাবোও।’