রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

অলিম্পিক থেকে নাম প্রত্যাহার শীর্ষ টেনিস তারকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

অলিম্পিক থেকে নাম প্রত্যাহার শীর্ষ টেনিস তারকার

এ বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ইয়ানিক সিনার। নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর ফ্রেনয ওপেন এবং সবশেষ উইম্বলডনেও সেমিফাইনালে খেলেছেন তিনি। এরপর তিনি প্রস্তুতি নিচ্ছিলেন আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকের জন্য। তবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই ইভেন্টে খেলা হচ্ছে না তাঁর।

টনসিলের সমস্যার কারণে প্যারিস অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সিনার। ইতালিয়ান এই তারকা গত জুনেই নোভাক জোকোভিচকে টপকে দখল করেন টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া ঘোষণায় তিনি লিখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে দুর্ভাগ্যবশত আমি প্যারিস অলিম্পিক গেমসে অংশ নিতে পারব না। এক সপ্তাহ কাদামাটির কোর্টে অনুশীলন করার পর আমি অসুস্থ বোধ করতে শুরু করি। এরপর দুই দিন বিশ্রাম নিই। চিকিৎসক দেখার পর জানিয়েছেন, আমার টনসিলাইটিস হয়েছে। তিনি আমাকে দৃঢ়ভাবে না খেলার পরামর্শ দিয়েছেন।’  

প্যারিস অলিম্পিকে না খেলতে পারা তাঁর জন্য হতাশার জানিয়ে সিনার আরও লিখেন, ‘অলিম্পিক গেমস মিস করা আমার জন্য বিশাল এক হতাশা। কারণ, এই মৌসুমে এটি আমার প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল। এমন গুরুত্বপূর্ণ ইভেন্টে দেশকে প্রতিনিধিত্ব করতে আমার তর সইছিল না। ইতালির সব ক্রীড়াবিদকে জানাই শুভকামনা। আমি বাড়ি থেকেই তাদের সমর্থন করব। আশা করি আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর